বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মাতৃভাষা বদলাতে পারি না

কলকাতা প্রতিনিধি

মাতৃভাষা বদলাতে পারি না

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল এই দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। দেশপ্রিয় পার্কের ভাষা স্মৃতিস্তম্ভে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কবি জয় গোস্বামী, কবি সুবোধ সরকার, তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী, তৃণমূল বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তী, তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী লাভলী মৈত্র, সংগীত শিল্পী সুরজিৎ চ্যাটার্জি, তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমার প্রমুখ। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একটি কবিতা পাঠ করেন। মমতা বলেন, ‘দুটি শব্দ কমন আছে। একটি মা, যাকে কেউ আম্মা বলে, এটা যেমন আপনাদের মেনে নিতে হবে। অন্যটি হচ্ছে জল বা ওয়াটার, কেউ পানি বলে। সেটাও মেনে নিতে হবে। ওরা (বাংলাদেশি) অতিথি সেবাকে ‘দাওয়াত’ বলে। এটা বাংলাদেশের ভাষা। আর বাংলাদেশ থেকে যারা এসেছে তারা সযত্নে এই ভাষাকে গ্রহণ করছে। আমরা কখনো আমাদের মাতৃভাষাকে পরিবর্তন করতে পারি না।’ মুখ্যমন্ত্রী বলেন, কথা বলার সময় যত বেশি বঙ্গ শব্দ ব্যবহার করা হবে তত বেশি বাংলা ভাষাটা বৃদ্ধি পাবে। তিনি বলেন, পরিবারের সঙ্গে বসে যখন চা খাব, বাড়িতে যখন বাবা, মায়ের সঙ্গে বসে আড্ডা মারব তখন বাংলা বলা উচিত কিন্তু সেটা আমরা করি না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর