সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নিয়ন্ত্রণ করা হবে ঝুঁকিপূর্ণ ভবন

নিজস্ব প্রতিবেদক

নিয়ন্ত্রণ করা হবে ঝুঁকিপূর্ণ ভবন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, সাম্প্রতিক সময়ে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ঝুঁকির মুখে বাংলাদেশও রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ ভবন নিয়ন্ত্রণে বাংলাদেশ স্ট্রাকচারাল রিস্ক অ্যান্ড রেজিল্যান্স ইনস্টিটিউট (বিএসআরআরআই) নামে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। প্রস্তাবিত এই প্রতিষ্ঠান ভূমিকম্পে দুর্যোগ হ্রাস ও টেকসই নগর প্রতিষ্ঠা হিসেবে কাজ করবে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) যৌথ উদ্যোগে ‘ভূমিকম্পে দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) মেনে ভবন নির্মাণ করতে হবে। বিএনবিসি মেনে ভবন নির্মাণ করা হচ্ছে কি-না সেটা রাজউককে তদারক করতে হবে। বিল্ডিং কোড মানা ছাড়া কোনো ভবন রাজধানীতে নির্মাণ করা যাবে না। আর রাজউক এলাকায় মাটির ধারণক্ষমতা কেমন তা নির্ণয় করে ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) সঙ্গে সংযুক্ত করে দেবেন, যেন সাধারণ মানুষ বুঝতে পারে এবং মাটির ক্ষমতা অনুযায়ী তারা ভবন নির্মাণ করতে পারে। তিনি বলেন, রাজউক এলাকায় যেসব মার্কেট, শিক্ষাপ্রতিষ্ঠান, ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে। এর মধ্যে যেগুলো পুনর্নির্মাণ করা যায় সেগুলো নির্মাণ করতে হবে।

আর যেগুলো অতি ঝুঁকিপূর্ণ বা ভাঙতে হবে সেগুলো মানুষের নিরাপত্তার স্বার্থে সরকারের অনুমতি নিয়ে অবশ্যই ভাঙতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের সভাপতি রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি, বিশ্বব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মিস স্বর্ণা কাজী, রিহ্যাব সহসভাপতি ইঞ্জি. সোহেল রানা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মেহেদী আহমেদ আনসারী।

সর্বশেষ খবর