সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দুই গুলির পর যেভাবে রক্ষা চেয়ারম্যানের

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে বাড়িতে ঢুকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলির ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। শিবপুর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ছয়জনকে আটক করে।

আটকরা হলো উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোস্ট ওয়ান্টেড আরিফ সরকার ও মহসিন, আরিফ সরকারের বড় ভাই ফরিদ সরকার (৬৩) একই উপজেলার সৈয়দনগর গ্রামের রোকন উদ্দিনের ছেলে সাব্বির (৩২), একই গ্রামের আয়েছ আলীর ছেলে মনসুর আহমেদ রানা (৪৩) ও কামারগাঁওয়ের সিরাজ মোল্লার ছেলে মোমেন মোল্লা (৫৫)। গত শনিবার সকাল সোয়া ৬টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাসার ড্রইং রুমে ঢুকে শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে প্রবীণ এ রাজনীতিকের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদের ভাতিজা রাব্বি খান জানান, তিনি এখন শঙ্কামুক্ত হলেও আর আগের মতো হাঁটতে পারবেন না। চিকিৎসকরা তাদের জানিয়েছেন, সন্ত্রাসীদের ছোড়া দুটি গুলির মধ্যে একটি তার মেরুদন্ডতে বিঁধে হাড় ছিঁড়ে বেরিয়ে গেছে। এই বয়সে এটি আর জোড়া লাগা সম্ভব নয়। যতদিন বেঁচে থাকবেন তিনি ততদিন তাকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকন বলেন, গতকাল খবর পেয়েই ছুটে যাই ঢামেকে। আওয়ামী লীগের নিবেদিত প্রাণ সদাহাস্যোজ্জ্ব¡ল বর্ষীয়ান রজনীতিক হারুনুর রশিদ খানকে দেখে খুব কষ্ট লেগেছ। এ ঘটনার দ্রুত বিচার হওয়া দরকার। না হলে নরসিংদীতে মানুষের জীবনের নিরাপত্তা নেই। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, দল ক্ষমতায় অথচ আমরা গুলিবিদ্ধ হই। শিবপুর থেকে চিরতরে এ অপরাজনীতি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে তা চাঁদের আলোর মতো পরিষ্কার। আমরা চাই পুলিশ তাদের আটক করে আইনের আওতায় আনুক। শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, এ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। আমরা আহত উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তিনি সুস্থ হয়ে অভিযোগ দায়ের করবেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদ। গতকাল সকালে  উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

সর্বশেষ খবর