শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

গণবিস্ফোরণ ঘটতে পারে

নিজস্ব প্রতিবেদক

গণবিস্ফোরণ ঘটতে পারে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, যেভাবে একের পর এক ভবনে বিস্ফোরণ হচ্ছে, সেই মতো ভোটবিহীন এ অবৈধ সরকারের বিরুদ্ধেও যে কোনো সময় গণবিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। গতকাল রাজধানীর আইডিইবি মিলনায়তনে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাউন্সিলে আগামী তিন বছরের জন্য অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন দলটির চেয়ারম্যান ও অ্যাভোকেট ইয়ারুল ইসলাম মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সাইফুল হক বলেন, বর্তমানে বাজারে গেলে সরকার নামে দেশে কোনো কিছুর অস্তিত্ব আছে বলে মনে হয় না। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে ও মহাসচিব মো. ইয়ারুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গোলাম মোস্তফা ভূঁইয়া, মো. ইসমাইল হোসেন, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ আতিয়ার রহমান, সাদ্দাম হোসেন, মমতাজ উদ্দিন ফকির প্রমুখ। বক্তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পূর্ণ বিকাশের প্রতি গুরুত্বারোপ করেন। এর আগে সকালে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের পর দলের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর