শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

হোয়াইটওয়াশ এড়িয়েছে আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে চমক দেখান সাকিবরা। তিন ম্যাচে সাকিবরা পাত্তাই দেননি জস বাটলারের ইংল্যান্ডকে। টাইগাররা সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষেও। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-২০ সিরিজও জিতে নেয়। টি-২০ সিরিজে প্রথম দুটি ম্যাচ যথাক্রমে ২২ ও ৭৭ রানে জিতে নেন সাকিবরা। গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল সাদা চোখে আনুষ্ঠানিকতার। ম্যাচটি আবার আইরিশদের হোয়াইটওয়াশেরও ম্যাচ ছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ৩৬ বল আগেই হেরে যায় ৭ উইকেটে। অধিনায়ক পল স্টার্লিংয়ের আগ্রাসী ব্যাটিংয়ে পাত্তাই পায়নি টাইগাররা। ম্যাচসেরা স্টার্লিং ৭৭ রানের ইনিংস খেলেন মাত্র ৪১ বলে ১০ চার ও ৪ ছক্কায়। ওয়ানডে ও টি-২০ সিরিজ শেষ। এখন বাকি টেস্ট ম্যাচ। একমাত্র টেস্টটি শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৪ এপ্রিল। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। আইপিএল খেলতে গতকাল রাতে ঢাকা ছাড়ার কথা মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের পক্ষে। সাকিব ও লিটন দাস খেলবেন কলকাতা নাইটরাইডার্সের। তারা দুজন ঢাকা ছাড়বেন টেস্ট ম্যাচ শেষ করে।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে সংগ্রহ করে ৯ উইকেটে ১২৪ রান। আইরিম বোলাররা এতটাই আক্রমণাত্মক বোলিং করেছেন, ৬ ওভারের পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪১। এক পর্যায়ে ১০ ওভারের আগেই ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে ৫১ রানের ইনিংস খেলে একাই টেনে নেন শামীম হোসেন পাটোয়ারী। ১২৫ রানের টার্গেটে ১৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। ৭১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন স্টার্লিং। ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হন তাসকিন আহমেদ। গতকাল ৮০তম টাইগার ক্রিকেটে হিসেবে টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। তিনি অভিষেক উইকেটটি নেন স্টার্লিংকে আউট করে।

সর্বশেষ খবর