শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা
রোহিঙ্গা প্রত্যাবাসন

এ মাসে আসছে না মিয়ানমারের প্রতিনিধি

কূটনৈতিক প্রতিবেদক

রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করতে চলতি মাসে মিয়ানমার প্রতিনিধি দলের বাংলাদেশে আসার কথা ছিল। তবে সাইক্লোন ‘মোখা’র কারণ দেখিয়ে তা পিছিয়ে দিয়েছে মিয়ানমার। গককাল নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেছেন, ‘সম্প্রতি সাইক্লোন মোখার কারণে রাখাইনে অনেক ক্ষতি হয়েছে। মিয়ানমারের প্রতিনিধি দলটি মে মাসে আসার কথা ছিল। কিন্তু তারা কবে আসবে এবং প্রত্যাবাসন কবে শুরু হবে, সেটির তারিখ এখনো ঠিক হয়নি। তবে সম্ভবত শিগগিরই এ তারিখ নির্ধারিত হবে। মোখার মূল ক্ষতি হয়েছে রাখাইনে, কাজেই তাদের এ মাসে আসার কথা থাকলেও এখন তা না হয়ে পরবর্তীকালে তারিখ নির্ধারণ হবে বলে তিনি জানান। সেহেলি সাবরিন বলেন, বাংলাদেশের প্রতিনিধি ও রোহিঙ্গাদের প্রতিনিধিরা রাখাইন সফর করেছে মে মাসের প্রথম সপ্তাহে। রোহিঙ্গা প্রতিনিধিরা যখন রাখাইনে গিয়েছিল, তখন তাদের কিছু পর্যবেক্ষণ ছিল। তারা সেগুলো আমাদের জানিয়েছেন, আমরা সেগুলো মিয়ানমারকে জানিয়েছি। মিয়ানমারের যে প্রতিনিধি দল আসবে, তারা রোহিঙ্গাদের প্রথম ব্যাচের যে দলটি প্রত্যাবাসন করবে, তাদের কাছে বিষয়গুলো পরিষ্কার করবে বলে আমরা আশা করি।

সুদান থেকে ফিরতে চায় আরও ১৬০ বাংলাদেশি : মুখপাত্র সেহেলি সাবরিন জানিয়েছেন, সুদান থেকে এ পর্যন্ত ৭২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্য থেকে আরও ১৬০ জন দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যেই তারা দেশে ফেরার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার নিজ খরচে সুদান থেকে ৭২১ জনকে দেশে ফিরিয়ে এনেছে। আরও ১৬০ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য আবেদন করেছেন। তিনি আরও বলেন, সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশিদের বদর এয়ারলাইনসে সরকারি খরচে সুদান থেকে জেদ্দায় পরিবহন করা হচ্ছে। জেদ্দা পৌঁছানো মাত্র তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়ার জন্য জেদ্দা কনস্যুলেটর নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সবার প্রচেষ্টায় আটকে পড়া সব বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পারব বলে আমাদের বিশ্বাস।

সর্বশেষ খবর