বিএনপির চলমান কর্মসূচিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে হামলার অভিযোগ এসেছে। কয়েকটি স্থানে হয়েছে সংঘর্ষ। খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়ি ভাঙচুর হয়েছে। কেরানীগঞ্জে আহত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ ৯ বিভাগের ১৭ জেলায় একযোগে জনসমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। অনেক স্থানে শান্তিপূর্ণ ছিল এ কর্মসূচি।
রাজধানীতে বিএনপির সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতির ওপর গড়ে ওঠা এ সরকার এখন তাসের ঘরের মতো টিকে আছে। আন্দোলনের কালবৈশাখী ঝড়ে শুকনো পাতার মতো উড়ে যাবে। গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, রকিবুল ইসলাম বকুল, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ, জাসাসের হেলাল খান, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। নিপুণ রায় চৌধুরীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা ১১টার দিকে জিনজিরা বাসস্ট্যান্ড রোডে এ ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত হলে সমাবেশে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা ম ই মামুন।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যাত্রাপথে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপির অফিসেও হামলার চেষ্টা করা হয় বলে জানান বিএনপি নেতারা।
পিরোজপুর প্রতিনিধি জানান, ১০ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশের বাধা উপক্ষো করে দলীয় কার্যালয়ের সমানে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা পুরাতন লঞ্চঘাট চত্বরে জেলা বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচি শেষ হয়। বরিশাল জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ জেলা বিএনপির শান্তিপূর্ণ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ মওলানা ভাসানী মিলনায়তনে জনসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রুমানা মহমুদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি নিতাই রায় চৌধুরী। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আবদুল জব্বার সোনার সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজনে শহরের পাবলিক ক্লাব মাঠে গতকাল জনসমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান সভাপতিত্ব করেন।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠের জনসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এতে সভাপতিত্ব করেন।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে বিএনপির জনসমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শহরের বশির ভিলা প্রাঙ্গণে এ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সভাপতিত্ব করেন।
বগুড়ায় বিএনপির সমাবেশে মঞ্চে ওঠা নিয়ে হট্টগোল : বগুড়ায় বিএনপির সমাবেশে মঞ্চে ওঠা নিয়ে নেতা-কর্মীদের মাঝে হট্টগোল হয়। শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে গতকাল এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এতে সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
সমাবশে আসা যুবদলের নেতা-কর্মীরা মঞ্চে ওঠা নিয়ে দায়িত্বরত নেতা-কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে হট্টগোল হয়। এ সময় মঞ্চে থাকা বিএনপির সিনিয়র নেতা ও জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম তাদের থামিয়ে দেন। পরে তারা সভা মঞ্চ ত্যাগ করে চলে যান।
এদিকে সমাবেশে আসার পথে নেতা-কর্মীদের পুলিশ বাধা ও গাড়ি তল্লাশি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। তাদের আরও অভিযোগ বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে যোগ দিতে আসা বিএনপি নেতা-কর্মীদের গাড়ি আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।