শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

সার্ক চেম্বারের সভাপতির দায়িত্বে জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

সার্ক চেম্বারের সভাপতির দায়িত্বে জসিম উদ্দিন

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য দেশগুলোর শীর্ষ বাণিজ্য সংগঠন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) ২০২৩-২৪ মেয়াদে সভাপতির দায়িত্ব নিয়েছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ দায়িত্ব নেন তিনি। এসসিসিআইয়ের নেতৃত্ব বুঝে নেওয়ার পর এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, দক্ষিণ এশিয়ায় বৈচিত্র্যময় সম্পদ এবং দক্ষ জনবলের অভূতপূর্ব সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলটি দ্রুতবর্ধনশীল রপ্তানিকারক অঞ্চল। তবে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে।

এরপর নতুন সভাপতির নেতৃত্বে সার্ক চেম্বারের এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে জসিম উদ্দিনের নেতৃত্বে দক্ষিণ এশীয় অঞ্চলের বাণিজ্যিক ও অর্থনৈতিক সমৃদ্ধি বেগবান করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ী নেতারা। অনুষ্ঠানে ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি ইরফান ইকবাল শেখ, সার্ক সিসিআইয়ের (শ্রীলঙ্কা) সাবেক সভাপতি মিকি হাশিম, রুয়ান এদিরিঙ্গে, সার্ক সিসিআইয়ের (পাকিস্তান) সহসভাপতি আঞ্জুম নিসার, মালদ্বীপের সাবেক মন্ত্রী মরিয়ম শাকিলা, সার্ক সিসিআইয়ের (শ্রীলঙ্কা) সাবেক সভাপতি রুয়ান এদিরিঙ্গে, সার্ক সিসিআইয়ের (নেপাল) ভাইস প্রেসিডেন্ট এবং নেপাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফএনসিসিআই) সাবেক সভাপতি চন্ডিরাজ ঢাকাল, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় বসু, আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য জানাকা সিদ্দিকী, এফবিসিসিআইয়ের সহসভাপতি, পরিচালকবৃন্দসহ বাংলাদেশ ও সার্ক দেশগুলোর ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর