রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট : কাদের

নিজস্ব প্রতিবেদক

সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ২০২৩-২৪ বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সারা বিশ্বের সংঘাত ও সংকটের মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনা ম্যাজিক লিডারশিপের পরিচয় দিয়েছেন।

গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়া জানানো উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিশ্ব অস্থিরতার মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনা ম্যাজিক লিডারশিপের পরিচয় দিয়েছেন। সরকার মুদ্রাস্ফীতি সমাধানের লক্ষ্যে কাজ করছে। এবারের বাজেট সাধারণ মানুষকে কেন্দ্র করে করা হয়েছে। কৃষিকে বাঁচাতে হবে, খাদ্য উৎপাদন ঠিক রাখতে হবে। কৃষি আছে বলেই বাংলাদেশে এখনও বৈশ্বিক সংকট অনুভূত হচ্ছে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংকটে পৃথিবীর বিভিন্ন দেশেই দ্রব্যমূল্য আকাশছোঁয়া। অনেক দেশেই পরিস্থিতি খুব খারাপ। সে তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো। তিনি বলেন, বিশ্বে অস্বস্তিকর অবস্থার পাশাপাশি ডলার সংকট রয়েছে। সোমালিয়াসহ বিশ্বের কয়েকটি দেশে খাদ্য সংকট। সারা বিশ্বে সংঘাতময়, অস্থির পরিস্থিতি বিরাজমান। ওবায়দুল কাদের বলেন, যাদের অর্থনীতিই ছিল লুটপাটের সেই বিএনপি এ বাজেটকে লুটপাটের বাজেট বলে কী করে? তাদের সময় কী পরিমাণ বাজেট ছিল? আজ তা কী হয়েছে? আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ধারাবাহিক অগ্রগতির ফলে জিডিপির উন্নয়ন হয়েছে। তিনি বলেন, বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষ হচ্ছে। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে কিন্তু প্রকাশ্যে হত্যার হুমকি আর উন্নয়নের অবদান অস্বীকার এগুলো কি মানা যায়? অনেক দেশের নেতারাই শেখ হাসিনাকে ফলো করেন এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। বিরোধী দল শুধু সমালোচনা আর বিরোধিতা করে কিন্তু ভালো কোনো পরামর্শ দিতে পারে না। ওবায়দুল কাদের বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বিশ্বের সবাই কষ্টে আছে। বিশ্ব পরিস্থিতির কারণেই মানুষ কষ্টে আছে, সরকার মানুষকে কষ্ট দিচ্ছে না। লোডশেডিং বা মানুষের নেতিবাচক সমালোচনা মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, নেতিবাচকগুলোকে ইতিবাচক অবস্থায় পরিণত করতেই এবারের বাজেট। বিএনপি নেতাদের ওপর হামলাকারী ও পুলিশের তালিকা করছে বিএনপি, এ ব্যাপারে আওয়ামী লীগ কী ভাবছে- জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজধানীসহ সারা দেশে বিএনপি সভা-সমাবেশ করে যাচ্ছে, যেন বিএনপিই ক্ষমতায়। তাদের তো কেউ বাধা দিচ্ছে না। তাহলে কেন তারা তালিকা করছে? নিজেরা কি আয়নায় চেহারা দেখে না? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করব, নিজেদের চেহারা আয়নায় দেখেন আগে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, আজিজুস সামাদ আজাদ ডন, পারভীন জামান কল্পনা, নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর