রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির ১২ কংগ্রেসম্যান প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বাংলাদেশ সম্পর্কে যে নোট দিয়েছেন, এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার গত মাসে প্রেসিডেন্ট বাইডেনকে একটি চিঠি দেন। সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাস দমনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার শান্তি-স্থিতি সুরক্ষায় শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বের প্রসঙ্গ ছাড়াও নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশকে উন্নয়নের মডেলে পরিণত করার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত ও আইনের শাসনের ক্ষেত্রে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। সামগ্রিক পরিস্থিতির আলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অটুট রেখেই রাশিয়া ও চীনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার নীতিতে অবিচল রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় মহলবিশেষের প্ররোচনায় মার্কিন কংগ্রেসম্যানরা বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে কোনো খোঁজখবর না নিয়ে একতরফা অভিযোগ উত্থাপনের মাধ্যমে প্রকারান্তরে জঙ্গিবাদকে উসকে দেওয়ার মতো আচরণ করছেন বলে বাইডেনকে অবহিত করা হয়। বাংলাদেশি-আমেরিকানরাও কংগ্রেসম্যানদের নোটের ভাষায় খুশি হননি। যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র সিটিজেন ও গণমাধ্যমকর্মী হিসেবে বাংলাদেশের ব্যাপারে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি তথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে ৫ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক লাবলু আনসারকে তাঁর চিঠির জবাবে লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের পৃথিবী এখন একটি পরিবর্তনের সন্ধিক্ষণে রয়েছে। বৃহৎ বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। তাই আমরা যে ধরনের হুমকির সম্মুখীন হচ্ছি, তা মোকাবিলায় আগের চেয়ে আরও বেশি পারস্পরিক সহযোগিতার দাবি রাখে। এ কারণেই আমার প্রশাসন আমাদের জাতির গুরুত্বপূর্ণ স্বার্থকে এগিয়ে নিতে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে, গণতন্ত্র রক্ষা করতে এবং আমাদের বিশ্বের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য কৌশলগত প্রতিযোগিতায় জয়ী হতে বিশ্বজুড়ে মিত্র ও অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করছে।’ বাইডেন লিখেছেন, ‘আমরা আন্তর্জাতিক মঞ্চে আমেরিকান নেতৃত্বকে পুনরুদ্ধার করেছি এবং সর্বত্র মানুষের জীবনমানের উন্নয়নে প্রভাবিত করে এমন শেয়ার্ড চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ করেছি। জলবায়ু সংকট মোকাবিলা এবং বিশ্ব স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করা থেকে দুর্ভিক্ষ প্রতিরোধ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং গণতন্ত্রের জন্য প্রযুক্তি যে কাজ করে তা নিশ্চিত করতে সবাইকে নিয়ে কাজ করছি এবং তা করতে সংকল্পবদ্ধ রয়েছি। আমরা ইউক্রেনের সাহসী জনগণের পাশে দাঁড়ানোর জন্য একটি বৈশ্বিক জোটের নেতৃত্ব দিচ্ছি। কারণ তারা রাশিয়ার নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করছে এবং যখন আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মৌলিক নীতির প্রচার চালিয়ে যাচ্ছি, তখন আমরা ইরান ও উত্তর কোরিয়ার উসকানিমূলক আচরণসহ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার হুমকি মোকাবিলার জন্য নতুন কৌশলে অংশীদারদের একত্র করেছি।’ বাইডেন আরও উল্লেখ করেছেন, ‘এখন আমাদের অবকাঠামো ও উৎপাদনে প্রজন্মের বিনিয়োগের জন্য ধন্যবাদ। আমরা নিশ্চিত করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্ভাবনে বিশ্বকে নেতৃত্ব দিতে থাকবে। আমরা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করছি আজ এবং আগামীকালের হুমকির বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিরক্ষার জন্য। এবং আমাদের মিত্র ও অংশীদারদের অতুলনীয় নেটওয়ার্ককে কাজে লাগানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সব জায়গায়- গণপ্রজাতন্ত্রী চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সফল হয়েছে।’ বাইডেন বলেছেন, ‘দিনের শেষে আমাদের বৈদেশিক নীতি হলো- সব আমেরিকানের জীবন আরও উন্নত ও নিরাপদ করে তোলা। আমি আপনার বার্তা মনে রাখব, যখন আমরা সামনের চ্যালেঞ্জ ও সুযোগগুলো মোকাবিলা করার জন্য কাজ করি, যা আগামী প্রজন্মের জন্য আমাদের বিশ্বের দিকনির্দেশনা নির্ধারণ করবে। ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন এবং ঈশ্বর আমাদের সৈন্যদের ও যারা নিজের জীবন বিপন্ন জেনেও আমাদের সুরক্ষায় কাজ করছেন, তাদের রক্ষা করুন।’
শিরোনাম
- হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- ইন্দোনেশিয়ায় ঝাড়ু হাতে নারীদের বিক্ষোভ
- দেশগুলোকে জলবায়ু পরিকল্পনা জমা দিতে চাপ দিচ্ছে জাতিসংঘ
- ‘বিএনপি হলো দেশ গড়ার দল’
- রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
- ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিচ্ছে রাশিয়া
- পুতিন, শি ও কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প
- জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে ছিল : মীর হেলাল
- সামরিক কুচকাওয়াজে বিশ্বকে নতুন যেসব অস্ত্র দেখাল চীন
- ফেরারি আসামি নির্বাচনে অযোগ্য, ‘না ভোট’ বাধ্যতামূলক
- সারাদেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৪৫০
- যুদ্ধ শুরুর পর গাজায় প্রতিবন্ধী হয়েছে ২১ হাজার শিশু
- রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতি সাক্ষাৎ
- ১৬ ঘণ্টা পর ক্ষতিপূরণ দিয়ে জাবি ছাড়লো ২৮ বাস
- তিন দেশের অমুসলিম শরণার্থীদের বিশেষ সুবিধা দেবে ভারত
- চার ঘণ্টা পর কুড়িলের সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
- পাঁচ বছরে ৩১ লাখ দক্ষ ভারতীয় কর্মী নেবে রাশিয়া
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
- বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম
বাংলাদেশ প্রতিদিনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
গণতন্ত্র সুরক্ষায় একসঙ্গে কাজ করছি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া, অভিযোগ ট্রাম্পের
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতীয় বিমানে ‘বার্ড স্ট্রাইক’, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেড় শতাধিক যাত্রী
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম