বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের তৎপরতাকে এত গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, এটা বুঝতে হবে, বিদেশি লোক আপনার মঙ্গল চায় না। তারা আপনার এখানে অশান্তি চায়। অশান্তি হলে, দেশ যদি উইক হয়, তাদের অনেক সুবিধা হয়। এ কারণে ওরা উইক করতে চায়। ওদের এই ভেলকিতে আপনারা অবগাহন করবেন না, ভেল্কিতে বুঝেশুনে অবস্থান নেবেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্টাডি ট্রাস্ট নামের একটি সংস্থার আয়োজনে ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতি-প্রকৃতি’ শীর্ষক এ নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। বিদেশিদের তৎপরতার বিষয়ে জনগণকে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন দেশের লোক করবে, দেশের সরকার করবে। আমরা আওয়ামী লীগ, আমরা আপনাদের, জনগণের ওপর বিশ্বাস করি। জনগণণের রায়েই আমাদের অবস্থান সুদৃঢ় হবে। আর অন্য বিদেশি কী বলল, না বলল, তার গুরুত্ব সামান্য। সেটার জন্য সরকার আছে, সরকার এটা দেখভাল করবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ও জাতিসংঘের ব্রিফিংয়ে শুধু বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। অথচ এ বছর আরও ২২টি দেশে নির্বাচন হবে। ওইগুলো নিয়ে কোনো আলোচনা নেই। আপনারা যদি একটু সজাগ হন। এর একটি অর্থ হচ্ছে যে, আমাদের অবস্থান অনেক উন্নত হয়েছে, সবার আকর্ষণ বেড়েছে। আগামী নির্বাচন দেশের জন্য একটি ‘বড় পরীক্ষা’ হবে মন্তব্য করে তিনি বলেন, এ নির্বাচনে শান্তি-স্থিতিশীলতা বজায় রেখে শেখ হাসিনার সরকারকে যদি আমরা জয়যুক্ত করাতে পারি, তাহলে উনার ট্র্যাক রেকর্ড অনুযায়ী যে উন্নয়ন হয়েছে, তার গতিধারা বজায় থাকবে। তিনি বলেন, এবারের নির্বাচনটি হবে অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর। এবং সেখানে আমার বিশ্বাস বাঙালি জাতি অত্যন্ত পরিপক্ক, তারা যখন ভোট দেয়, তখন আসল জায়গায় ভোট দেয়। তাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সহজভাবে যাতে চালাতে পারে। নির্বাচনে ভালো করার জন্য অর্থনৈতিক উন্নয়নকে বড় পরিসরে তুলে ধরার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। বাংলাদেশ স্টাডি ট্রাস্ট্রের ভাইস চেয়ারম্যান অধ্যাপক উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাহাদাত হোসেন সিদ্দিকী। সংস্থার সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক রাষ্ট্রদূত আবদুল হান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিল্টন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারুক শাহ ও ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারি বক্তব্য দেন।
শিরোনাম
- উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ এখনও উদ্ধার হয়নি
- ভারতে এবার বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের ইউটিউব চ্যানেল বন্ধ
- আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল চায় এনসিপি
- যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন পাক প্রধানমন্ত্রী
- মাদককাণ্ডে কারাদণ্ডের পরিবর্তে ম্যাকগিলকে অন্যরকম শাস্তি
- গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
- গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সিনেমা জগতের কাউকে বিয়ে করতে চাননি মাধুরীর স্বামী
- ঢাকাসহ ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের আভাস
- আওয়ামী লীগের কার্যক্রম কেবল নিষিদ্ধ করে থেমে গেলে চলবে না : ইশরাক
- কোহলিকে অবসর না নিতে অনুরোধ লারার
- সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- ভাঙ্গায় রাতের আঁধারে ৩ জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
- আমরা কোনও প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না : প্রেস সচিব
- ১০০ কোটির ঘরে ‘রেইড ২’
- বিক্রিতে বড় ধাক্কা অ্যাপল ওয়াচে
- হোয়াটসঅ্যাপে এআই ফিচার, গ্রুপ চ্যাটের সারমর্ম জানাবে এক ক্লিকে
- চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেফতার
- ৩.২ সেকেন্ডেই ১০০ কিমি! নেইমারের নতুন পোরশে ঘিরে হইচই
- যুদ্ধবিরতির পরও অমৃতসরে বিস্ফোরণ, জারি রেড অ্যালার্ট
বিদেশিদের ভেলকিতে অবগাহন করবেন না : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প : রিপোর্ট
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম