রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো খারাপের মধ্যে ওঠানামা করছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের মাত্রা এই বেড়ে যাচ্ছে, আবার কিছুটা কমছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা গতকালও দুই দফা বৈঠক করেছেন। তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সব কিছু নিয়ন্ত্রণে রাখতে। এ নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। এ দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে দাবি করেছেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতৃবৃন্দ। তাঁকে অবিলম্বে বিদেশে নিয়ে সুচিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম গতকাল এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তাঁরা বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও উন্নত চিকিৎসার সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড একাধিকার পরামর্শ দিয়েছে যে, দেশে তাঁকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার, সেসব বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারে নিয়ে চিকিৎসা করানোটা অত্যাবশ্যক হয়ে উঠেছে। তাই মানবিক দিক বিবেচনায় বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান ড্যাব নেতৃবৃন্দ। তারা বলেন, খালেদা জিয়ার চিকিৎসক দল অসুস্থতার যে বিবরণ দিয়েছেন তা খুবই উদ্বেগজনক। আমরা মনে করি, দেশের একজন শীর্ষ রাজনীতিক, একজন সাবেক প্রধানমন্ত্রী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, একজন নারী এবং জেলবন্দি ব্যক্তির যথাযথ চিকিৎসা পাওয়া ন্যূনতম মানবাধিকারের অংশ। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছেন। বর্তমানে তিনি লিভার জটিলতায় ভুগছেন। বিএনপির পক্ষ থেকে বারবার তাঁকে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসার দাবি করা হয়েছে।
শিরোনাম
- মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
- ভালো দাম পাওয়ায় ক্যাপসিকাম চাষে আগ্রহী হচ্ছে কৃষক
- ‘আগামীতে খালেদা জিয়া ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন’
- চট্টগ্রামে কড়া রোদেও বিএনপির তারুণ্যের সমাবেশে জনস্রোত
- নবীনগরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩
- আরও শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান
- চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
- জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিনে বন্ধ্যা করা হলো ৬০০ কুকুরকে
- শেরপুর সীমান্তে ১৩৮৬ বোতল ভারতীয় মদ জব্দ
- উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সন্ধ্যায়
- কক্সবাজার যুবলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৯ দিন ছুটি
- জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে লক্ষ্মীপুরে আলোচনা সভা
- নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার
- সৈয়দপুরে ধান ক্ষেতে পড়ে ছিল যুবকের লাশ
- স্বদেশ বৈশাখী আবাসন মেলা শেষ হচ্ছে আজ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ
- মৌলভীবাজারে তিন সীমান্তে পুশইন ঠেকাতে প্রস্তুত বিজিবি
- নদীপথে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন
- ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে আইএমএফের ঋণ, উদ্বিগ্ন দিল্লি
খালেদা জিয়ার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ওঠানামা করছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাল্টা হামলা: ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম