সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও নতুন নির্বাচন কমিশনের দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশ স্থগিত করেছে ঢাকা জেলা বিএনপি। প্রশাসনের অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করা হয়। এ ছাড়া দলটির পক্ষ থেকে সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ারও অভিযোগ করা হয়। গতকাল বেলা ২টায় রাজধানীর সন্নিকটে আমিনবাজারে এ সমাবেশ হওয়ার কথা ছিল। বিএনপির অভিযোগ, রবিবার রাতে সমাবেশের মঞ্চ তৈরির কাজ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এর মধ্যে রাতেই স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও প্রশাসন সমাবেশ মঞ্চ ভেঙে দেয়। যার কারণে বাধ্য হয়ে সমাবেশ স্থগিত করতে হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ার কারণে পূর্ব ঘোষিত আমিনবাজারের সমাবেশে স্থগিত করেছে ঢাকা জেলা বিএনপি। জানা গেছে, রাজধানীর প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে বিএনপি নেতা কফিল উদ্দিনের চিশতিয়া তেলের পাম্পের পাশে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। বিএনপির অভিযোগ- পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তরা মঞ্চ ভেঙেছে। আর পুলিশ বলছে, এখানে সমাবেশের কোনো অনুমতি ছিল না। তবে রাতের অন্ধকারে আমিনবাজারে নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চটি পুলিশের উপস্থিতিতে একদল দুর্বৃত্ত ভেঙে দেয় বলে অভিযোগ করছে দলটি। এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হেল কাফী বলেন, পুলিশের বিরুদ্ধে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার এই অভিযোগটি সঠিক নয়। বিএনপির সমাবেশের কোনো অনুমতি ছিল না। এ ছাড়া একই স্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ আশঙ্কা থেকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টেলিফোনে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমিনবাজারে মঞ্চ তৈরি করা হলেও রাতে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যরা সেটি ভেঙে দিয়েছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাভারে আমিনবাজারের আজকের জন্য সমাবেশ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করার প্রস্তুতি নিচ্ছি।
শিরোনাম
- মাদরাসা শিক্ষার্থীদের ইংরেজি চর্চা করা উচিত: ধর্ম উপদেষ্টা
- দক্ষতা দিবসে ১১ তরুণ পেলেন জাতীয় পুরস্কার
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী