সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও নতুন নির্বাচন কমিশনের দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশ স্থগিত করেছে ঢাকা জেলা বিএনপি। প্রশাসনের অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করা হয়। এ ছাড়া দলটির পক্ষ থেকে সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ারও অভিযোগ করা হয়। গতকাল বেলা ২টায় রাজধানীর সন্নিকটে আমিনবাজারে এ সমাবেশ হওয়ার কথা ছিল। বিএনপির অভিযোগ, রবিবার রাতে সমাবেশের মঞ্চ তৈরির কাজ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এর মধ্যে রাতেই স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও প্রশাসন সমাবেশ মঞ্চ ভেঙে দেয়। যার কারণে বাধ্য হয়ে সমাবেশ স্থগিত করতে হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ার কারণে পূর্ব ঘোষিত আমিনবাজারের সমাবেশে স্থগিত করেছে ঢাকা জেলা বিএনপি। জানা গেছে, রাজধানীর প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে বিএনপি নেতা কফিল উদ্দিনের চিশতিয়া তেলের পাম্পের পাশে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। বিএনপির অভিযোগ- পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তরা মঞ্চ ভেঙেছে। আর পুলিশ বলছে, এখানে সমাবেশের কোনো অনুমতি ছিল না। তবে রাতের অন্ধকারে আমিনবাজারে নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চটি পুলিশের উপস্থিতিতে একদল দুর্বৃত্ত ভেঙে দেয় বলে অভিযোগ করছে দলটি। এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হেল কাফী বলেন, পুলিশের বিরুদ্ধে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার এই অভিযোগটি সঠিক নয়। বিএনপির সমাবেশের কোনো অনুমতি ছিল না। এ ছাড়া একই স্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ আশঙ্কা থেকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টেলিফোনে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমিনবাজারে মঞ্চ তৈরি করা হলেও রাতে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যরা সেটি ভেঙে দিয়েছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাভারে আমিনবাজারের আজকের জন্য সমাবেশ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করার প্রস্তুতি নিচ্ছি।
শিরোনাম
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত