সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও নতুন নির্বাচন কমিশনের দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশ স্থগিত করেছে ঢাকা জেলা বিএনপি। প্রশাসনের অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করা হয়। এ ছাড়া দলটির পক্ষ থেকে সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ারও অভিযোগ করা হয়। গতকাল বেলা ২টায় রাজধানীর সন্নিকটে আমিনবাজারে এ সমাবেশ হওয়ার কথা ছিল। বিএনপির অভিযোগ, রবিবার রাতে সমাবেশের মঞ্চ তৈরির কাজ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এর মধ্যে রাতেই স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও প্রশাসন সমাবেশ মঞ্চ ভেঙে দেয়। যার কারণে বাধ্য হয়ে সমাবেশ স্থগিত করতে হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ার কারণে পূর্ব ঘোষিত আমিনবাজারের সমাবেশে স্থগিত করেছে ঢাকা জেলা বিএনপি। জানা গেছে, রাজধানীর প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে বিএনপি নেতা কফিল উদ্দিনের চিশতিয়া তেলের পাম্পের পাশে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। বিএনপির অভিযোগ- পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তরা মঞ্চ ভেঙেছে। আর পুলিশ বলছে, এখানে সমাবেশের কোনো অনুমতি ছিল না। তবে রাতের অন্ধকারে আমিনবাজারে নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চটি পুলিশের উপস্থিতিতে একদল দুর্বৃত্ত ভেঙে দেয় বলে অভিযোগ করছে দলটি। এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হেল কাফী বলেন, পুলিশের বিরুদ্ধে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার এই অভিযোগটি সঠিক নয়। বিএনপির সমাবেশের কোনো অনুমতি ছিল না। এ ছাড়া একই স্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ আশঙ্কা থেকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টেলিফোনে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমিনবাজারে মঞ্চ তৈরি করা হলেও রাতে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যরা সেটি ভেঙে দিয়েছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাভারে আমিনবাজারের আজকের জন্য সমাবেশ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করার প্রস্তুতি নিচ্ছি।
শিরোনাম
- চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু
- মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা
- বরগুনায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪
- মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
- নাইজেরিয়ায় ১৮ নারী-শিশুকে অপহরণ
- ভাঙ্গায় অবরোধের নেতৃত্ব দেওয়া প্রধান সমন্বয়ক আটক
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে বিএনপি-জামায়াতের অবস্থান ধর্মঘট
- বিক্ষোভের চারদিন পর কাঠমান্ডুর সুপারস্টোরে মিলল ছয় দগ্ধ লাশ
- ‘ঋণের দায়ে’ স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যা: লাখ টাকা ধার করে চল্লিশা করলো পরিবার
- গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার
- নেত্রকোনার স্পিডবোটডুবি: দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার
- কুয়েতে ভারতের নতুন রাষ্ট্রদূত পারমিতা ত্রিপাঠী
- ফরিদপুরে আজকের মধ্যে রাস্তা না ছাড়লে আইন প্রয়োগ : স্বরাষ্ট্র উপদেষ্টা
- জিম্মি মুক্তিতে একমাত্র বাধা নেতানিয়াহু, ভুক্তভোগীদের পরিবার
- বাংকার থেকে জেল, বিচ্ছেদ পেরিয়ে এবার রাষ্ট্রক্ষমতার দৌড়ে ‘লৌহমানবী’
- ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে ছুটল জাহাজগুলো
- চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার বাতিলের দাবিতে মানববন্ধন
- ৫ টন চাল, ৬০০ কেজি পেঁয়াজ, এক কড়াইয়ে রেকর্ড রান্না
- মেয়েকে কলেজে দিয়ে ফেরার পথে প্রাণ গেল বাবার
- ব্যারিস্টার ফুয়াদরা জানেন না কোথায় থামতে হবে : হামিম
বিএনপির মঞ্চ ভাঙচুর, স্থগিত সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ও সাভার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

‘ঋণের দায়ে’ স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যা: লাখ টাকা ধার করে চল্লিশা করলো পরিবার
৩১ মিনিট আগে | দেশগ্রাম

পরিবেশ দূষণ আর না, নদী দূষণ আর না— পঞ্চগড়ে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন
৫৪ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ