পোশাকশ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করেছে সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে। যা বিদ্যমান মূল মজুরির চেয়ে ৫৬ দশমিক ২৫ শতাংশ বেশি। গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলন করে পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এর আগে সেগুনবাগিচায় শ্রমভবনে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের ষষ্ঠ সভায় এ মজুরি চূড়ান্ত করা হয়। সংবাদ সম্মেলনের আগে শ্রম প্রতিমন্ত্রী সচিবালয়ে তার দফতরে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সংবাদ সম্মেলনে মন্নুজান সুফিয়ান বলেন, মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী মালিক ও শ্রমিকপক্ষকে নিয়ে সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হলো। দীর্ঘদিন শ্রমজীবী মানুষ আন্দোলন করে আসছেন মজুরি বৃদ্ধির জন্য। মালিকদের বলব ফ্যাক্টরি খুলে দেবেন, শ্রমিকদের বলব কাজে যোগদান করতে। ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল আছে। সবশেষ ২০১৮ সালের ডিসেম্বর মাসে পাঁচ বছরের জন্য পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করে সরকার। সে অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা করার দাবি ছিল শ্রমিকদের। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে গত এপ্রিলে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত ২২ অক্টোবর এই বোর্ডের চতুর্থ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করে। আর মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। ৫৬.২৫ শতাংশ বাড়িয়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। অথচ ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে এমন কথা ছড়িয়ে পড়লে ২৩ অক্টোবর থেকে গাজীপুরে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকরা। পরে তা আশুলিয়া, সাভার ও ঢাকার মিরপুরে ছড়িয়ে পড়ে। অনেক জায়গায় শ্রমিকরা ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘাতে এবং এক কারখানায় আগুন দেওয়ার ঘটনায় প্রাণ যায় অন্তত দুজনের। পরিস্থিতি সামাল দিতে পর্যায়ক্রমে পাঁচ শতাধিক কারখানা বন্ধ করে দেওয়া হয়। বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকরা মঙ্গলবারও গাজীপুরে দুটি বাসে আগুন দেয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এদিকে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা প্রত্যাখ্যান করে আগামী শুক্রবার প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। তারা যৌক্তিক মজুরি ২৫ হাজার টাকা করার দাবি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। পোশাকশ্রমিকদের ১১টি সংগঠন নিয়ে গঠিত ‘গার্মেন্ট শ্রমিক আন্দোলন’ প্ল্যাটফরমের উদ্যোগে এ সমাবেশ করার কথা রয়েছে।
শিরোনাম
- মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
- ভালো দাম পাওয়ায় ক্যাপসিকাম চাষে আগ্রহী হচ্ছে কৃষক
- ‘আগামীতে খালেদা জিয়া ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবেন’
- চট্টগ্রামে কড়া রোদেও বিএনপির তারুণ্যের সমাবেশে জনস্রোত
- নবীনগরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩
- আরও শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান
- চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
- জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিনে বন্ধ্যা করা হলো ৬০০ কুকুরকে
- শেরপুর সীমান্তে ১৩৮৬ বোতল ভারতীয় মদ জব্দ
- উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সন্ধ্যায়
- কক্সবাজার যুবলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৯ দিন ছুটি
- জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে লক্ষ্মীপুরে আলোচনা সভা
- নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার
- সৈয়দপুরে ধান ক্ষেতে পড়ে ছিল যুবকের লাশ
- স্বদেশ বৈশাখী আবাসন মেলা শেষ হচ্ছে আজ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ
- মৌলভীবাজারে তিন সীমান্তে পুশইন ঠেকাতে প্রস্তুত বিজিবি
- নদীপথে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন
- ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে আইএমএফের ঋণ, উদ্বিগ্ন দিল্লি
৫৬.২৫ শতাংশ বাড়িয়ে মজুরি ১২,৫০০ টাকা
গার্মেন্ট শ্রমিকদের জন্য নতুন এ কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাল্টা হামলা: ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম