মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ছে। তবে নিশ্চুপ দলীয় শীর্ষ নেতারা। অনেকের মনে অসন্তোষ। কারও কারও সাধুবাদ। গতকাল বিকাল পর্যন্ত সাকিবকে নিয়ে এমনই অবস্থা বিরাজ করে মাগুরা জেলা সদরে। এদিকে গত দুই দিন ধরে মাগুরা-১ নির্বাচনি এলাকায় দলীয় ও নানা স্থানে চলছে আলোচনা-সমালোচনা। পক্ষে-বিপক্ষে অভিমত দিচ্ছেন অনেকেই। বিশেষ করে সাইফুজ্জামান শিখরের মতো সফল জনপ্রতিনিধিকে বাদ দিয়ে মাগুরা-১ আসনেই কেন সাকিব আল হাসানকে মনোনয়ন নিতে হলো এই প্রশ্নে সংক্ষুব্ধ অনেকেই। সাধারণ ভোটার থেকে শুরু করে অনেকের কাছেই মিলছে না প্রশ্নের জবাব। সাইফুজ্জামান শিখরের মনোনয়ন না পাওয়াটা কি স্থানীয় কিংবা কেন্দ্রীয় কোনো রহস্য, নাকি সাকিবের মনোনয়ন পাওয়াটা বাহির্বিশ্বের কোনো চাপ। এ ধরনের অনেক আজব প্রশ্ন মানুষের মুখে শোনা গেছে। এদিকে সাকিবকে মনোনয়ন দেওয়ায় মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুর রহমান টিপু বলেন, আন্তর্জাতিক ক্রিকেট তারকার মনোনয়নে আমরা খুশি। তাকে স্বাগত জানাই। জেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বলেন, সাকিব আল হাসানের মনোনয়নে সন্তুষ্ট নই। রাজনীতির মাঠে তিনি একেবারেই নতুন। তৃণমূল মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এত অল্প সময়ের ভিতরে মাগুরা-১ আসনের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় তাকে মনোনয়ন দেওয়াটা মোটেই যুক্তিযুক্ত মনে করছি না। আগামী পাঁচ বছর আমরা সাংগঠনিকভাবে অনেক পিছিয়ে যাব। কারণ রাজনীতির বাইরে জেলা সদরে অরাজনৈতিক ব্যক্তির মনোনয়নের ঘটনা আগেও ঘটেছে। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংগঠন। গত ৫ বছরে সাইফুজ্জামান শিখরকে নিয়ে আমরা অনেকখানি গুছিয়ে এনেছিলাম। সাকিবের প্রতিবেশী মিলন ঘোষ বলেন, প্রতিবেশীদের অনেকের বক্তব্য হচ্ছে, মনোনয়নের ব্যাপারে আমাদের প্রত্যাশা যাই থাক। যেহেতু মনোনয়ন পেয়েছে এখন সব ভুলে তার পক্ষে কাজ করতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, এ ব্যাপারে আমরা দলীয়ভাবে সভা ডেকে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে আপাতত অন্য কোনো মন্তব্য করতে চাই না। মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহ বলেন, দলীয় বিবেচনায় কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে আমাদের নৌকার সেই প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে। এ প্রসঙ্গে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ‘মনোনয়নের বিষয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এ ক্ষেত্রে আমার কর্তব্য হচ্ছে সাকিব আল হাসানকে সহযোগিতা করা। দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমি তাই করব।’
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সাকিবের বাড়িতে ভিড়
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর