মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ছে। তবে নিশ্চুপ দলীয় শীর্ষ নেতারা। অনেকের মনে অসন্তোষ। কারও কারও সাধুবাদ। গতকাল বিকাল পর্যন্ত সাকিবকে নিয়ে এমনই অবস্থা বিরাজ করে মাগুরা জেলা সদরে। এদিকে গত দুই দিন ধরে মাগুরা-১ নির্বাচনি এলাকায় দলীয় ও নানা স্থানে চলছে আলোচনা-সমালোচনা। পক্ষে-বিপক্ষে অভিমত দিচ্ছেন অনেকেই। বিশেষ করে সাইফুজ্জামান শিখরের মতো সফল জনপ্রতিনিধিকে বাদ দিয়ে মাগুরা-১ আসনেই কেন সাকিব আল হাসানকে মনোনয়ন নিতে হলো এই প্রশ্নে সংক্ষুব্ধ অনেকেই। সাধারণ ভোটার থেকে শুরু করে অনেকের কাছেই মিলছে না প্রশ্নের জবাব। সাইফুজ্জামান শিখরের মনোনয়ন না পাওয়াটা কি স্থানীয় কিংবা কেন্দ্রীয় কোনো রহস্য, নাকি সাকিবের মনোনয়ন পাওয়াটা বাহির্বিশ্বের কোনো চাপ। এ ধরনের অনেক আজব প্রশ্ন মানুষের মুখে শোনা গেছে। এদিকে সাকিবকে মনোনয়ন দেওয়ায় মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুর রহমান টিপু বলেন, আন্তর্জাতিক ক্রিকেট তারকার মনোনয়নে আমরা খুশি। তাকে স্বাগত জানাই। জেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বলেন, সাকিব আল হাসানের মনোনয়নে সন্তুষ্ট নই। রাজনীতির মাঠে তিনি একেবারেই নতুন। তৃণমূল মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এত অল্প সময়ের ভিতরে মাগুরা-১ আসনের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় তাকে মনোনয়ন দেওয়াটা মোটেই যুক্তিযুক্ত মনে করছি না। আগামী পাঁচ বছর আমরা সাংগঠনিকভাবে অনেক পিছিয়ে যাব। কারণ রাজনীতির বাইরে জেলা সদরে অরাজনৈতিক ব্যক্তির মনোনয়নের ঘটনা আগেও ঘটেছে। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংগঠন। গত ৫ বছরে সাইফুজ্জামান শিখরকে নিয়ে আমরা অনেকখানি গুছিয়ে এনেছিলাম। সাকিবের প্রতিবেশী মিলন ঘোষ বলেন, প্রতিবেশীদের অনেকের বক্তব্য হচ্ছে, মনোনয়নের ব্যাপারে আমাদের প্রত্যাশা যাই থাক। যেহেতু মনোনয়ন পেয়েছে এখন সব ভুলে তার পক্ষে কাজ করতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, এ ব্যাপারে আমরা দলীয়ভাবে সভা ডেকে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে আপাতত অন্য কোনো মন্তব্য করতে চাই না। মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহ বলেন, দলীয় বিবেচনায় কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে আমাদের নৌকার সেই প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে। এ প্রসঙ্গে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ‘মনোনয়নের বিষয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এ ক্ষেত্রে আমার কর্তব্য হচ্ছে সাকিব আল হাসানকে সহযোগিতা করা। দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমি তাই করব।’
শিরোনাম
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের