মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ছে। তবে নিশ্চুপ দলীয় শীর্ষ নেতারা। অনেকের মনে অসন্তোষ। কারও কারও সাধুবাদ। গতকাল বিকাল পর্যন্ত সাকিবকে নিয়ে এমনই অবস্থা বিরাজ করে মাগুরা জেলা সদরে। এদিকে গত দুই দিন ধরে মাগুরা-১ নির্বাচনি এলাকায় দলীয় ও নানা স্থানে চলছে আলোচনা-সমালোচনা। পক্ষে-বিপক্ষে অভিমত দিচ্ছেন অনেকেই। বিশেষ করে সাইফুজ্জামান শিখরের মতো সফল জনপ্রতিনিধিকে বাদ দিয়ে মাগুরা-১ আসনেই কেন সাকিব আল হাসানকে মনোনয়ন নিতে হলো এই প্রশ্নে সংক্ষুব্ধ অনেকেই। সাধারণ ভোটার থেকে শুরু করে অনেকের কাছেই মিলছে না প্রশ্নের জবাব। সাইফুজ্জামান শিখরের মনোনয়ন না পাওয়াটা কি স্থানীয় কিংবা কেন্দ্রীয় কোনো রহস্য, নাকি সাকিবের মনোনয়ন পাওয়াটা বাহির্বিশ্বের কোনো চাপ। এ ধরনের অনেক আজব প্রশ্ন মানুষের মুখে শোনা গেছে। এদিকে সাকিবকে মনোনয়ন দেওয়ায় মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুর রহমান টিপু বলেন, আন্তর্জাতিক ক্রিকেট তারকার মনোনয়নে আমরা খুশি। তাকে স্বাগত জানাই। জেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বলেন, সাকিব আল হাসানের মনোনয়নে সন্তুষ্ট নই। রাজনীতির মাঠে তিনি একেবারেই নতুন। তৃণমূল মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এত অল্প সময়ের ভিতরে মাগুরা-১ আসনের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় তাকে মনোনয়ন দেওয়াটা মোটেই যুক্তিযুক্ত মনে করছি না। আগামী পাঁচ বছর আমরা সাংগঠনিকভাবে অনেক পিছিয়ে যাব। কারণ রাজনীতির বাইরে জেলা সদরে অরাজনৈতিক ব্যক্তির মনোনয়নের ঘটনা আগেও ঘটেছে। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংগঠন। গত ৫ বছরে সাইফুজ্জামান শিখরকে নিয়ে আমরা অনেকখানি গুছিয়ে এনেছিলাম। সাকিবের প্রতিবেশী মিলন ঘোষ বলেন, প্রতিবেশীদের অনেকের বক্তব্য হচ্ছে, মনোনয়নের ব্যাপারে আমাদের প্রত্যাশা যাই থাক। যেহেতু মনোনয়ন পেয়েছে এখন সব ভুলে তার পক্ষে কাজ করতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, এ ব্যাপারে আমরা দলীয়ভাবে সভা ডেকে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে আপাতত অন্য কোনো মন্তব্য করতে চাই না। মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহ বলেন, দলীয় বিবেচনায় কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে আমাদের নৌকার সেই প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে। এ প্রসঙ্গে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ‘মনোনয়নের বিষয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এ ক্ষেত্রে আমার কর্তব্য হচ্ছে সাকিব আল হাসানকে সহযোগিতা করা। দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমি তাই করব।’
শিরোনাম
- পশ্চিম তীর সংযুক্তিকরণ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
- জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ল
- ফরাসি জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া
- রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২
- যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৩৮ ট্রিলিয়ন ডলার, নাগরিকপ্রতি দায় ১ লাখ ১১ হাজার
- শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার নির্দেশ
- ট্রাম্পের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ
- ওপেনএআইয়ের ‘অ্যাটলাস’ বাজারে আসতেই গুগলের শেয়ারে বড় ধস
- নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড
- টিএমএসএস আইসিটি ইনস্টিটিউট ও টাউনলাইফ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর
- ইউক্রেনকে ১৫০ যুদ্ধবিমান দেবে সুইডেন
- হরিণাকুন্ডুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নাটোরে চাঞ্চল্যকর মিঠুন হত্যার প্রধান আসামি নিক্সন গ্রেপ্তার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৮০৩
- মিরপুরে উদ্বোধনী জুটিতে ১০ বছররের রেকর্ড ভাঙলেন সাইফ-সৌম্য
- বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৫ শতাংশ
- মিয়ানমারে স্টারলিংক ব্যবহার করে সাইবার প্রতারণা, ফাঁস আন্তর্জাতিক চক্রের তথ্য
- চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
- নামিয়া আনাম: নৃত্য থেকে প্রেম, প্রেম থেকে যেভাবে জেমসের জীবনসঙ্গী
সাকিবের বাড়িতে ভিড়
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
২২ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

সিভাসু’তে রবিবার শুরু হচ্ছে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
২৭ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

পশ্চিম তীর দখল গাজার যুদ্ধবিরতি বিপন্ন করতে পারে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
৩৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম