মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ছে। তবে নিশ্চুপ দলীয় শীর্ষ নেতারা। অনেকের মনে অসন্তোষ। কারও কারও সাধুবাদ। গতকাল বিকাল পর্যন্ত সাকিবকে নিয়ে এমনই অবস্থা বিরাজ করে মাগুরা জেলা সদরে। এদিকে গত দুই দিন ধরে মাগুরা-১ নির্বাচনি এলাকায় দলীয় ও নানা স্থানে চলছে আলোচনা-সমালোচনা। পক্ষে-বিপক্ষে অভিমত দিচ্ছেন অনেকেই। বিশেষ করে সাইফুজ্জামান শিখরের মতো সফল জনপ্রতিনিধিকে বাদ দিয়ে মাগুরা-১ আসনেই কেন সাকিব আল হাসানকে মনোনয়ন নিতে হলো এই প্রশ্নে সংক্ষুব্ধ অনেকেই। সাধারণ ভোটার থেকে শুরু করে অনেকের কাছেই মিলছে না প্রশ্নের জবাব। সাইফুজ্জামান শিখরের মনোনয়ন না পাওয়াটা কি স্থানীয় কিংবা কেন্দ্রীয় কোনো রহস্য, নাকি সাকিবের মনোনয়ন পাওয়াটা বাহির্বিশ্বের কোনো চাপ। এ ধরনের অনেক আজব প্রশ্ন মানুষের মুখে শোনা গেছে। এদিকে সাকিবকে মনোনয়ন দেওয়ায় মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুর রহমান টিপু বলেন, আন্তর্জাতিক ক্রিকেট তারকার মনোনয়নে আমরা খুশি। তাকে স্বাগত জানাই। জেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বলেন, সাকিব আল হাসানের মনোনয়নে সন্তুষ্ট নই। রাজনীতির মাঠে তিনি একেবারেই নতুন। তৃণমূল মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এত অল্প সময়ের ভিতরে মাগুরা-১ আসনের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় তাকে মনোনয়ন দেওয়াটা মোটেই যুক্তিযুক্ত মনে করছি না। আগামী পাঁচ বছর আমরা সাংগঠনিকভাবে অনেক পিছিয়ে যাব। কারণ রাজনীতির বাইরে জেলা সদরে অরাজনৈতিক ব্যক্তির মনোনয়নের ঘটনা আগেও ঘটেছে। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংগঠন। গত ৫ বছরে সাইফুজ্জামান শিখরকে নিয়ে আমরা অনেকখানি গুছিয়ে এনেছিলাম। সাকিবের প্রতিবেশী মিলন ঘোষ বলেন, প্রতিবেশীদের অনেকের বক্তব্য হচ্ছে, মনোনয়নের ব্যাপারে আমাদের প্রত্যাশা যাই থাক। যেহেতু মনোনয়ন পেয়েছে এখন সব ভুলে তার পক্ষে কাজ করতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, এ ব্যাপারে আমরা দলীয়ভাবে সভা ডেকে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে আপাতত অন্য কোনো মন্তব্য করতে চাই না। মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহ বলেন, দলীয় বিবেচনায় কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে আমাদের নৌকার সেই প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে। এ প্রসঙ্গে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ‘মনোনয়নের বিষয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এ ক্ষেত্রে আমার কর্তব্য হচ্ছে সাকিব আল হাসানকে সহযোগিতা করা। দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমি তাই করব।’
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে