আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই কর্মরত সচিবদের মধ্যে তিনজন দায়িত্ব থেকে বিদায় নিয়ে অবসরে যাবেন। এ ছাড়া চুক্তিতে নিয়োগ পাওয়া এক সিনিয়র সচিবের মেয়াদ শেষ হবে ভোটের আগেই। সবমিলে নির্বাচনের আগে অবসরে যাবেন সিনিয়র সচিব ও সচিব পদের চার কর্মকর্তা। শূন্য পদে যাওয়ার জন্য অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ১৩ ব্যাচের কর্মকর্তারা আশায় আছেন। কেউ পুনরায় চুক্তিতে নিয়োগ পেলে সে ক্ষেত্রে নতুনদের জন্য পদ সংকীর্ণ হয়ে যাবে। তবে ভোটের আগে এখন আর কাউকে চুক্তিতে নিয়োগ দেবে না এমনটাই ধারণা কর্মকর্তাদের। পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী অবসরে যাবেন ৩১ ডিসেম্বর। প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ২০২২ সালের ৪ জুন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের পয়লা জানুয়ারি অবসরে যাবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। তিনি ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তির মেয়াদ শেষে অবসরে যাবেন আগামী ৬ জানুয়ারি। এনবিআর-এর চেয়ারম্যান হিসেবে ২০২১ সালে দুই বছর মেয়াদে তাকে চুক্তিতে নিয়োগ দিয়েছিল সরকার। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনে রদবদল করতে হলে নির্বাচন কমিশনের নির্দেশনা প্রয়োজন হয়। তবে সরকারের রুটিন দায়িত্বের ক্ষেত্রে সে নির্দেশনা লাগছে না। সচিব পদে কাউকে দায়িত্ব দেওয়া হলে সেখানেও ইসির নির্দেশনা লাগবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্? উদ্দিন চৌধুরী। বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সচিব পদে কাউকে পদায়ন করা সরকারের রুটিন কাজ। ১৫ নভেম্বর ইসির তফসিল ঘোষণার পরে গতকাল পর্যন্ত দুজনকে সচিব এবং দুজনকে সিনিয়র সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ভোটের আগে যারা অবসরে যাবেন সেখানে ১৩ ব্যাচ থেকে পদোন্নতি দিয়ে সচিব করা হবে। ইতোমধ্যে ১৩ ব্যাচের কর্মকর্তারা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল