আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই কর্মরত সচিবদের মধ্যে তিনজন দায়িত্ব থেকে বিদায় নিয়ে অবসরে যাবেন। এ ছাড়া চুক্তিতে নিয়োগ পাওয়া এক সিনিয়র সচিবের মেয়াদ শেষ হবে ভোটের আগেই। সবমিলে নির্বাচনের আগে অবসরে যাবেন সিনিয়র সচিব ও সচিব পদের চার কর্মকর্তা। শূন্য পদে যাওয়ার জন্য অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ১৩ ব্যাচের কর্মকর্তারা আশায় আছেন। কেউ পুনরায় চুক্তিতে নিয়োগ পেলে সে ক্ষেত্রে নতুনদের জন্য পদ সংকীর্ণ হয়ে যাবে। তবে ভোটের আগে এখন আর কাউকে চুক্তিতে নিয়োগ দেবে না এমনটাই ধারণা কর্মকর্তাদের। পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী অবসরে যাবেন ৩১ ডিসেম্বর। প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ২০২২ সালের ৪ জুন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের পয়লা জানুয়ারি অবসরে যাবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। তিনি ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর থেকে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তির মেয়াদ শেষে অবসরে যাবেন আগামী ৬ জানুয়ারি। এনবিআর-এর চেয়ারম্যান হিসেবে ২০২১ সালে দুই বছর মেয়াদে তাকে চুক্তিতে নিয়োগ দিয়েছিল সরকার। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রশাসনে রদবদল করতে হলে নির্বাচন কমিশনের নির্দেশনা প্রয়োজন হয়। তবে সরকারের রুটিন দায়িত্বের ক্ষেত্রে সে নির্দেশনা লাগছে না। সচিব পদে কাউকে দায়িত্ব দেওয়া হলে সেখানেও ইসির নির্দেশনা লাগবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্? উদ্দিন চৌধুরী। বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সচিব পদে কাউকে পদায়ন করা সরকারের রুটিন কাজ। ১৫ নভেম্বর ইসির তফসিল ঘোষণার পরে গতকাল পর্যন্ত দুজনকে সচিব এবং দুজনকে সিনিয়র সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ভোটের আগে যারা অবসরে যাবেন সেখানে ১৩ ব্যাচ থেকে পদোন্নতি দিয়ে সচিব করা হবে। ইতোমধ্যে ১৩ ব্যাচের কর্মকর্তারা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিরোনাম
- ঘুম থেকে জেগে মুমিনের করণীয়
- ঐক্য ও সংগ্রামী চেতনার বিকাশ চাই
- হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলে কী পরিণতি হবে পৃথিবীর!
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল
- রাজধানীতে বিএনপির ব্যতিক্রমী মিছিল
- ডেমরায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- ধানমন্ডি আইডিয়ালে জিপিএ-৫ কমেছে, পাসের হারও নিম্নগামী
- মৃত ব্যক্তির আঙুলের ছাপ ব্যবহার করে অভিনব জালিয়াতি
- মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ৭টি প্রাকৃতিক টনিক
- এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই : ইসি আনোয়ারুল
- বসুন্ধরা সিটিতে ইয়োসো বাংলাদেশের ষষ্ঠ আউটলেটের বর্ণিল উদ্বোধন
- বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ
- দেশ মহাসংকটের দিকে এগুচ্ছে: এম. এ. মতিন
- শিয়ালবাড়ির সেই গুদামে প্রাণঘাতী মাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাস
- ইনসাফ প্রতিষ্ঠায় শ্রমিকদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে: শফিকুর রহমান
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত : আসিফ নজরুল
- হজের নিবন্ধন : কিছু ব্যাংক খোলা থাকবে শনিবার
- দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় লেখক বেক সে-হি মারা গেলেন, কিন্তু বাঁচালেন পাঁচজনকে
- ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করতে হবে : আমীর খসরু
ভোটের আগেই অবসরে চার সচিব
ওয়াজেদ হীরা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর