বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ডিএমপি কমিশনার

বিদেশে থাকা নেতার নির্দেশে নাশকতা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বিদেশে থাকা বিএনপি নেতার নির্দেশেই তাদের দেশীয় এজেন্টরা নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন করছে। অবরোধ-হরতাল, জ্বালাও-পোড়াও ও নাশকতা যারা করছে, তারাই ট্রেনে আগুন দিয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা দিবালোকের মতো স্পষ্ট। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছিল। তারা ধরাও পড়েছিল। ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তারা অতীতেও পার পায়নি। ট্রেনে আগুন এবং মৃত্যুর ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হবে বলে তিনি জানান।

গতকাল নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় হতাহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা অবরোধ-হরতাল দিচ্ছে, তারাই এ নাশকতার সঙ্গে জড়িত। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছিল। গাজীপুরে রেললাইন কেটে ফেলা হয়েছিল এবং একজনকে হত্যা করা হয়েছিল। আজকেও (গতকাল) চারজনকে হত্যা করা হলো। যারা এটা করেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবেই তারা ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। ডিএমপি কমিশনার বলেন, ট্রেনে, বাসে যেসব জ্বালাও-পোড়াও হচ্ছে, এর প্রতিটি ঘটনায় আমরা শনাক্ত করতে পেরেছি। তারা স্বীকারও করেছে তাদের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তাদের রাজনীতি টিকিয়ে রাখার স্বার্থে এ ঘটনাগুলো ঘটিয়েছে। আমাদের সতর্কতা ছিল, তারপরও যেহেতু এ ঘটনা ঘটেছে, ডিএমপি, সিআইডি, ডিবি ও রেলওয়ে পুলিশ তৎপর রয়েছে, যেন পরবর্তীতে এ ধরনের ঘটনা না ঘটতে পারে। আমরা আহত একজনের কাছে যেটুকু জানতে পেরেছি, ভিতরে যারা ছিল তারাই ট্রেনে আগুন দিয়েছে। তিনি দেখেছেন, সিটের ভিতরে প্রথম আগুন দিয়েছে এবং সেই আগুন আস্তে আস্তে ছড়িয়েছে। যেহেতু ভোর ছিল, অনেকেই ঘুমন্ত ছিল। এ সময় যাত্রীরা যে যেদিকে পেরেছে ছোটাছুটি করতে থাকে। কেউ জানালা দিয়ে কেউবা দরজা দিয়ে লাফিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি, একজন মা তার সন্তানকে জড়িয়ে ধরে রেখেছিল, হয়তো বাঁচার চেষ্টা করেছিল। ডিএমপি প্রধান বলেন, রেল পুলিশ রয়েছে, তারা ট্রেনের মধ্যে থাকে। এরপরও রেলে আগুন কীভাবে লাগল- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এটির তদন্ত চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কোনো অবস্থাতেই ছাড় পাবে না। বাস-ট্রেনে জ্বালাও পোড়াওয়ের প্রত্যেকটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তারা স্বীকারোক্তি দিয়েছে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও রাজনীতি টিকিয়ে রাখার স্বার্থে তারা এ কাজ করতে বাধ্য হয়েছে বলে ডিএমপি কমমিশনার উল্লেখ করেন।

সর্বশেষ খবর