মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সঙ্গে অর্থ বিনিময়ে সমস্যা তৈরি হওয়ায় রুবল বিনিময় করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ওই দেশের রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, ডুয়েল কারেন্সিতে বিনিময় করার বিষয়ে আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি। ভারত, চীনের সঙ্গে আলোচনা হচ্ছে। ভারতের সঙ্গে আমরা শুরুও করেছি। রুবলের বিনিময়ের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বিনিময় শুরু করতে পারলে একটি মুদ্রার ওপর আমাদের নির্ভরশীলতা কমবে। এটি আমাদের অর্থনীতির জন্য ভালো হবে। ড. হাছান মাহমুদ বলেছেন, এটা টেকনিক্যাল ও ফিন্যান্সিয়াল ইস্যু। এ বিষয়ে উনিও (রুশ রাষ্ট্রদূত) এক্সপার্ট নন, আমিও এক্সপার্ট নই। ফরেন মিনিস্টার হিসেবে তিনি আমার সঙ্গে আলোচনা করেছেন। তারা আগ্রহ ব্যক্ত করেছেন। রুবলের ব্যবহার ইমিডিয়েটলি করতে পারি বলে আমরা মনে করছি। রুবলের ব্যবহার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলোর সবকিছু ফরেন মিনিস্ট্রির হাতে নয়, এটি লাইন মিনিস্ট্রির হাতে। আমরা সহসা যেটি করতে পারব বলে আশা করছি, সেটি হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে কো-অপারেশন। হাছান মাহমুদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার অর্থায়নে ও টেকনোলজিক্যাল সাপোর্টে আমরা নির্মাণ করেছি। এটি খুব সহসাই উৎপাদনে যাবে। আমরা নিউক্লিয়ার নেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এ ছাড়া রাশিয়া আমাদের দেশ থেকে অনেক কিছু আমদানি করে। আমরা রাশিয়া থেকে গমসহ অন্যান্য পণ্য আমদানি করি। বাণিজ্য বাস্কেট আরও বিস্তৃত করার জন্য আমরা আলোচনা করেছি। রাশিয়া সফরের জন্য তারা আমাদের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়ার সঙ্গে আমাদের বেশকিছু সমঝোতা স্মারক (এমওইউ) পেন্ডিং আছে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এগুলোর বিষয়ে আগে আলোচনা শুরু হয়েছিল। তথ্য ও যোগাযোগের ওপর একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আমরা অনেক দূর এগিয়েছি বলে তিনি জানান।
শিরোনাম
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
রুবলে অর্থ পরিশোধ নিয়ে ঢাকা-মস্কো আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর