মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সঙ্গে অর্থ বিনিময়ে সমস্যা তৈরি হওয়ায় রুবল বিনিময় করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ওই দেশের রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, ডুয়েল কারেন্সিতে বিনিময় করার বিষয়ে আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি। ভারত, চীনের সঙ্গে আলোচনা হচ্ছে। ভারতের সঙ্গে আমরা শুরুও করেছি। রুবলের বিনিময়ের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বিনিময় শুরু করতে পারলে একটি মুদ্রার ওপর আমাদের নির্ভরশীলতা কমবে। এটি আমাদের অর্থনীতির জন্য ভালো হবে। ড. হাছান মাহমুদ বলেছেন, এটা টেকনিক্যাল ও ফিন্যান্সিয়াল ইস্যু। এ বিষয়ে উনিও (রুশ রাষ্ট্রদূত) এক্সপার্ট নন, আমিও এক্সপার্ট নই। ফরেন মিনিস্টার হিসেবে তিনি আমার সঙ্গে আলোচনা করেছেন। তারা আগ্রহ ব্যক্ত করেছেন। রুবলের ব্যবহার ইমিডিয়েটলি করতে পারি বলে আমরা মনে করছি। রুবলের ব্যবহার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলোর সবকিছু ফরেন মিনিস্ট্রির হাতে নয়, এটি লাইন মিনিস্ট্রির হাতে। আমরা সহসা যেটি করতে পারব বলে আশা করছি, সেটি হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে কো-অপারেশন। হাছান মাহমুদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার অর্থায়নে ও টেকনোলজিক্যাল সাপোর্টে আমরা নির্মাণ করেছি। এটি খুব সহসাই উৎপাদনে যাবে। আমরা নিউক্লিয়ার নেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এ ছাড়া রাশিয়া আমাদের দেশ থেকে অনেক কিছু আমদানি করে। আমরা রাশিয়া থেকে গমসহ অন্যান্য পণ্য আমদানি করি। বাণিজ্য বাস্কেট আরও বিস্তৃত করার জন্য আমরা আলোচনা করেছি। রাশিয়া সফরের জন্য তারা আমাদের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়ার সঙ্গে আমাদের বেশকিছু সমঝোতা স্মারক (এমওইউ) পেন্ডিং আছে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এগুলোর বিষয়ে আগে আলোচনা শুরু হয়েছিল। তথ্য ও যোগাযোগের ওপর একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আমরা অনেক দূর এগিয়েছি বলে তিনি জানান।
শিরোনাম
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
রুবলে অর্থ পরিশোধ নিয়ে ঢাকা-মস্কো আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর