রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এক দুর্ঘটনায় শেষ পুরো পরিবার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

এক দুর্ঘটনায় শেষ পুরো পরিবার

গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে ব্যাটারিচালিত অটোরিকশা -বাংলাদেশ প্রতিদিন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।

নিহতরা হলেন- আঙ্গারদোহা গ্রামের হান্নান মোড়লের ছেলে সাব্বির মোড়ল, জিয়েলতলা গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস, তার ৩ বছরের মেয়ে অর্নি বিশ্বাস, বিশ্বজিতের শ্যালক বিল পাবলা গ্রামের অনি বিশ্বাসের স্ত্রী নিপা ঢালী এবং বিশ্বজিতের শাশুড়ি ভৈরবী মণ্ডল। এ ছাড়া এ ঘটনায় আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খর্নিয়া হাইওয়ে পুলিশের ওসি হামিদ উদ্দিন জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা এলাকায় সাতক্ষীরা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে খুলনা অভিমুখী একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

সর্বশেষ খবর