বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এ সরকারের সব আমলের অপকর্ম ও হত্যার বিচার করা হবে। গতকাল রাজধানীর ফকিরাপুল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদে লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।