এপ্রিলে ব্যাংক ঋণের সুদহার বেড়ে ১৩ দশমিক ৫৫ শতাংশ হয়েছে। বেঁধে দেওয়া ৯ শতাংশ সুদহার গত বছরের জুলাই মাসে তুলে নেওয়ার পর ঋণের সুদহার এপ্রিলে সর্বোচ্চ। গত মার্চেও ব্যাংকে ঋণের সর্বোচ্চ সুদ ১৩ দশমিক ১১ শতাংশ ছিল। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানিয়েছে এপ্রিলে স্মার্ট হারের সঙ্গে বাড়তি যুক্ত হবে ৩ শতাংশ সুদ। আগে যুক্ত হতো সাড়ে ৩ শতাংশ। ঋণের সুদ নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের নতুন পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এখন প্রতি মাসেই ঋণের সুদ বাড়ছে। বর্তমানে সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি ‘বিল বা স্মার্ট’ পদ্ধতিতে ঋণের সুদের ভিত্তি হার নির্ধারিত হয়। তার সঙ্গে যুক্ত হবে বাড়তি ৩ শতাংশ সুদ। এ দুইয়ে মিলে ঋণের চূড়ান্ত সুদহার নির্ধারণ করে ব্যাংকগুলো। মার্চে স্মার্ট হার বেড়ে যাওয়ায় বাড়তি যুক্ত হওয়া সুদে কিছুটা লাগাম টানা হয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি আমিন হেলালী বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় সব ব্যবসার খরচ বেড়ে গেছে। এখন সুদহার বাড়ানোয় আরও চাপে পড়বেন ব্যবসায়ীরা। তবে শেষ পর্যন্ত সব চাপ গিয়ে পড়বে ভোক্তাদের ওপর। মাঝখানে কিছু ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বেন। আগামী জুন পর্যন্ত যেন আর সুদহার বাড়ানো না হয়- এটাই আমাদের দাবি। কারণ, এত চাপ একসঙ্গে নেওয়া সম্ভব হচ্ছে না। ২০১৮ সালের এপ্রিলে ব্যাংক ঋণ ও আমানতের সুদে ‘নয়ছয়’ এর সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
শিরোনাম
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি