বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন, কিছু কিছু খবর দেখে ব্যবসায়ী বলেন আর সাধারণ মানুষ বলেন- সবাই আতঙ্কিত হচ্ছেন। তাই ফ্যাক্ট চেকিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে কোনো রিপোর্ট দেখে বিভ্রান্ত না হয়ে ব্যবসায়ীদেরও ফ্যাক্ট চেকিংটা করে নিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ফ্যাক্ট চেক করা উচিত। সরকার যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করার উদ্যোগ নিয়েছে সেখানে এসব বিষয় যুক্ত করতে হবে। সাংবাদিকরা তথ্য যেটা পাচ্ছেন সেটা চেক করা উচিত। শুধু তাই নয়, গণমাধ্যমকর্মীরা যেসব উৎস থেকে তথ্য সংগ্রহ করেন বা পেয়ে থাকেন, সেই সব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য নিতে হবে। সোশ্যাল মিডিয়ার খবর প্রসঙ্গে তিনি বলেন, আমি সোশ্যাল মিডিয়া খুব একটা দেখি না। অনেক খবর আসে, যার কোনো ভিত্তি নেই, সেই ধরনের খবর দেওয়া হয়। যেভাবে পরিবেশনটা করা হয়, দেখে মনে হয়, খুবই ‘অথেনটিক’। তিনি আরও বলেন, প্রিন্ট মিডিয়ার নির্ভরযোগ্যতা বেটার। মিডিয়াকে মানুষ সিরিয়াসলি নেবে কখন? যখন দেখবে তারা যে খবরগুলো দেয় সেগুলো বানানো নয়। এগুলোর একটা বস্তুনিষ্ঠ ভিত্তি আছে। আমি যদি বারবার দেখি, কোনো মিডিয়ায় বারবার কুৎসা রটানো হচ্ছে। সত্যতার কোনো ভিত্তি নেই। তাহলে তো আলটিমেটলি সেই মিডিয়ার প্রতি কেউ আস্থা রাখবে না। তারা গ্রাহক ও দর্শক হারাবে। অর্থনীতিবিদ জাহিদ হোসেন আরও বলেন, ব্যবসায়ী বলেন আর সাধারণ মানুষ বলেন- সবাই কোনো একটি খবর দেখে আতঙ্কিত হচ্ছে। তাই ফ্যাক্ট চেকিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরও মিডিয়ায় কোনো রিপোর্ট দেখে বিভ্রান্ত না হয়ে ফ্যাক্ট চেকিংটা করে নিতে হবে।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
জাহিদ হোসেন
ফ্যাক্ট চেকিংটা খুব গুরুত্বপূর্ণ
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর