দৈনিক প্রথম আলো পত্রিকা অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়ে দেশের প্রতিনিধিত্বশীল ৬ শতাধিক ওলামা-মাশায়েখ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সরকার এ দাবি বাস্তবায়ন না করলে শিগগিরই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, দৈনিক প্রথম আলো জন্মলগ্ন থেকে ভারতপন্থি পত্রিকা হিসেবে কাজ করছে। দীনি শিক্ষা বিস্তারের সূতিকাগার মাদরাসা শিক্ষার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারে মরিয়া হয়ে বহুমুখী কর্মকাণ্ড চালাচ্ছে। ইসলাম, দেশ ও মুসলিম জনগোষ্ঠীর বোধ-বিশ্বাস ধ্বংসের এজেন্ডা বাস্তবায়নকারী ইহুদি-নাসারা সাম্রাজ্যবাদের এজেন্ট প্রথম আলোকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারপ্রধানের কাছে দেশের আলেম-ওলামাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। সরকার এ দাবি বাস্তবায়ন না করলে শিগগিরই আলেম-ওলামারা জনগণের ইমান, ইসলাম ও দেশ রক্ষায় আন্দোলনে নামতে বাধ্য হবে। বিবৃতিতে আরও বলা হয়, প্রথম আলো বাংলাদেশকে মৌলবাদী, জঙ্গি ও ব্যর্থরাষ্ট্র প্রমাণের অপচেষ্টা করছে। তারা ধর্মীয় শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠীকে মন্দভাবে চিত্রিত করতে প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। আলেম-ওলামার অবদান ও কর্মসূচিবিষয়ক নিউজ ‘কিলিং’ করার মিশন বাস্তবায়ন করছে। বিদেশি এনজিওগুলোর ইসলাম ও দেশবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে। মুসলিম জনসংখ্যা রোধ করার জন্য লাগাতার প্রচার অব্যাহত রেখেছে। এতে আরও বলা হয়, অশ্লীলতার প্রচার ও প্রসারে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পারিবারিক কাঠামো ভাঙার নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে তা সূক্ষ্মভাবে বাস্তবায়নে কাজ করছে। মুসলিম বাংলার প্রচলিত ভাষার বিপরীতে কলকাতাকেন্দ্রিক হিন্দুয়ানি বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। সমাজে পুরুষবিদ্বেষ উসকে দিয়ে পুরুষের অবদান ছোট করে দেখাচ্ছে। এ ছাড়া তারা ক্ষণে ক্ষণে ভোল পাল্টিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে। বিবৃতিদাতা ওলামা-মাশায়েখের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল্লামা সিদ্দিকুর রহমান ইসলামাবাদী, মুফতি রফিকুন্নবী কাসেমী, মুফতি আবদুল জলিল ফরাজী, আল্লামা আজিজুল্লাহ জালালাবাদী, মুফতি ওমর ফারুক খলিলী, হাফেজ মাওলানা নুরুল আমিন জাহানাবাদী, মুফতি আবদুল গাফ্ফার নদভি, প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মাদানি, আল্লামা কামাল উদ্দীন যশোরী, হাফেজ মাওলানা নুরুল্লাহ ভৈরবী, মুফতি মুহিউদ্দীন তরফদার, মাওলানা মামুনুর রশিদ কাসেমী, হাফেজ মাওলানা আলী হোসেন খাঁন, মুফতি মো. নুরুল ইসলাম, শায়খুল হাদিস মোহাম্মদ জালালুদ্দিন হবিগঞ্জী, মাওলানা আতাউর রহমান প্রধানিয়া, মাওলানা জুনায়েদ আলী কাসেমী, মাওলানা আবদুল বারী নূর, মুফতি ওমর ফারুক চৌধুরী, হাফেজ মাওলানা আলী হোসেন আকন, মাওলানা জহিরুল ইসলাম হাওলাদার, মুফতি শাহাদাত হোসেন, আল্লামা জিল্লুর রহমান সিদ্দিকী, মুফতি আবদুল কুদ্দুস প্রধান, মুফতি সাখাওয়াত হোসেন নাটোরী, মাওলানা আলমগীর হোসেন, মুফতি নজরুল ইসলাম, মুফতি সেলিম উদ্দিন, মুফতি ইমরান হোসেন, মুফতি মাহফুজুর রহমান, মুফতি সফিকুল ইসলাম খান, মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, মাওলানা আলিমুজ্জামান, মাওলানা আবদুল আলিম, মাওলানা ফজলুল হক, মাওলানা গাজী রফিকুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ছালেহ আহাম্মদ, মাওলানা ইসমাইল কাশিমপুরী ও মুফতি রিয়াদুল করীম খান প্রমুখ।
শিরোনাম
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- এবার লিটন দাসও হাঁকালেন শতক
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
প্রকাশ:
০০:০০, রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০৩:১১, রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪
প্রথম আলো নিষিদ্ধ চেয়ে বিবৃতি ৬ শতাধিক ওলামা-মাশায়েখের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর