দৈনিক প্রথম আলো পত্রিকা অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়ে দেশের প্রতিনিধিত্বশীল ৬ শতাধিক ওলামা-মাশায়েখ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সরকার এ দাবি বাস্তবায়ন না করলে শিগগিরই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, দৈনিক প্রথম আলো জন্মলগ্ন থেকে ভারতপন্থি পত্রিকা হিসেবে কাজ করছে। দীনি শিক্ষা বিস্তারের সূতিকাগার মাদরাসা শিক্ষার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারে মরিয়া হয়ে বহুমুখী কর্মকাণ্ড চালাচ্ছে। ইসলাম, দেশ ও মুসলিম জনগোষ্ঠীর বোধ-বিশ্বাস ধ্বংসের এজেন্ডা বাস্তবায়নকারী ইহুদি-নাসারা সাম্রাজ্যবাদের এজেন্ট প্রথম আলোকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারপ্রধানের কাছে দেশের আলেম-ওলামাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। সরকার এ দাবি বাস্তবায়ন না করলে শিগগিরই আলেম-ওলামারা জনগণের ইমান, ইসলাম ও দেশ রক্ষায় আন্দোলনে নামতে বাধ্য হবে। বিবৃতিতে আরও বলা হয়, প্রথম আলো বাংলাদেশকে মৌলবাদী, জঙ্গি ও ব্যর্থরাষ্ট্র প্রমাণের অপচেষ্টা করছে। তারা ধর্মীয় শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠীকে মন্দভাবে চিত্রিত করতে প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। আলেম-ওলামার অবদান ও কর্মসূচিবিষয়ক নিউজ ‘কিলিং’ করার মিশন বাস্তবায়ন করছে। বিদেশি এনজিওগুলোর ইসলাম ও দেশবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে। মুসলিম জনসংখ্যা রোধ করার জন্য লাগাতার প্রচার অব্যাহত রেখেছে। এতে আরও বলা হয়, অশ্লীলতার প্রচার ও প্রসারে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পারিবারিক কাঠামো ভাঙার নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে তা সূক্ষ্মভাবে বাস্তবায়নে কাজ করছে। মুসলিম বাংলার প্রচলিত ভাষার বিপরীতে কলকাতাকেন্দ্রিক হিন্দুয়ানি বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। সমাজে পুরুষবিদ্বেষ উসকে দিয়ে পুরুষের অবদান ছোট করে দেখাচ্ছে। এ ছাড়া তারা ক্ষণে ক্ষণে ভোল পাল্টিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে। বিবৃতিদাতা ওলামা-মাশায়েখের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল্লামা সিদ্দিকুর রহমান ইসলামাবাদী, মুফতি রফিকুন্নবী কাসেমী, মুফতি আবদুল জলিল ফরাজী, আল্লামা আজিজুল্লাহ জালালাবাদী, মুফতি ওমর ফারুক খলিলী, হাফেজ মাওলানা নুরুল আমিন জাহানাবাদী, মুফতি আবদুল গাফ্ফার নদভি, প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মাদানি, আল্লামা কামাল উদ্দীন যশোরী, হাফেজ মাওলানা নুরুল্লাহ ভৈরবী, মুফতি মুহিউদ্দীন তরফদার, মাওলানা মামুনুর রশিদ কাসেমী, হাফেজ মাওলানা আলী হোসেন খাঁন, মুফতি মো. নুরুল ইসলাম, শায়খুল হাদিস মোহাম্মদ জালালুদ্দিন হবিগঞ্জী, মাওলানা আতাউর রহমান প্রধানিয়া, মাওলানা জুনায়েদ আলী কাসেমী, মাওলানা আবদুল বারী নূর, মুফতি ওমর ফারুক চৌধুরী, হাফেজ মাওলানা আলী হোসেন আকন, মাওলানা জহিরুল ইসলাম হাওলাদার, মুফতি শাহাদাত হোসেন, আল্লামা জিল্লুর রহমান সিদ্দিকী, মুফতি আবদুল কুদ্দুস প্রধান, মুফতি সাখাওয়াত হোসেন নাটোরী, মাওলানা আলমগীর হোসেন, মুফতি নজরুল ইসলাম, মুফতি সেলিম উদ্দিন, মুফতি ইমরান হোসেন, মুফতি মাহফুজুর রহমান, মুফতি সফিকুল ইসলাম খান, মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, মাওলানা আলিমুজ্জামান, মাওলানা আবদুল আলিম, মাওলানা ফজলুল হক, মাওলানা গাজী রফিকুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ছালেহ আহাম্মদ, মাওলানা ইসমাইল কাশিমপুরী ও মুফতি রিয়াদুল করীম খান প্রমুখ।
শিরোনাম
- জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শেরপুরে কম্বল বিতরণ
- ঝিনাইদহে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৩
- ‘পার্বত্য এলাকার বহুমুখী পণ্যের দেশব্যাপী প্রসারে উদ্যোগ নিতে হবে’
- সাবেক এমপি জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
- তামিমের সঙ্গে ‘ঝামেলা’, এবার মুখ খুললেন মালান
- সাতক্ষীরায় ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২
- বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন উদ্বোধন করলেন তারেক রহমান
- ছুরিকাঘাতে সাবেক যুবদল নেতা নিহত
- লক্ষ্মৌর নতুন অধিনায়ক পান্ত
- সিলেটকে ৬ রানে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়
- মতপ্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না : জামায়াত আমির
- পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে ডিএসই’র
- ঠাকুরগাঁওয়ে ডিজিটাল আইনের মামলায় ৩ সাংবাদিক খালাস
- গণতন্ত্র ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান সিপিবি’র
- টাঙ্গাইলে তারুণ্যের উৎসবে নানা কর্মসূচি
- বিপিএলে মুস্তাফিজের উইকেটের সেঞ্চুরি
- চরিত্র না পাল্টে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই : সারজিস
- ভারতের ব্যাটসম্যানদের সামনে পাকিস্তান পাত্তাই পাবে না : রায়না
- সাবেক এমপি বাহারের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা
- টিকটককে বাঁচিয়ে দিলেন ট্রাম্প
প্রকাশ:
০০:০০, রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০৩:১১, রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪
প্রথম আলো নিষিদ্ধ চেয়ে বিবৃতি ৬ শতাধিক ওলামা-মাশায়েখের
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
৭ ঘন্টা আগে | পূর্ব-পশ্চিম
হামাসের সাথে চুক্তি ইসরায়েলকে ‘চরম মূল্য’ দিতে হয়েছে : ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী
৭ ঘন্টা আগে | পূর্ব-পশ্চিম