দীর্ঘ এক মাস অবকাশকালীন ছুটির পর আজ রবিবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে নিয়মিত বিচারকাজ শুরু হচ্ছে। এরই মধ্যে আপিল বিভাগে দুটি এবং হাই কোর্ট বিভাগে ৪৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এদিকে আজ সুপ্রিম কোর্ট খোলার পরই গুরুত্বপূর্ণ পাঁচ মামলার শুনানি শুরু হতে পারে বলে জানা গেছে। এর আগে গত ২০ মার্চ থেকে সুপ্রিম কোর্টে অবকাশ শুরু হয়। শেষ হয়েছে গতকাল শনিবার। অবকাশকালীন এই সময়ে জরুরি বিষয়াদি শুনানির জন্য হাই কোর্টে অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ এবং আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার জজ আদালত চলমান ছিল। গুরুত্বপূর্ণ ওই পাঁচ মামলা হচ্ছে- সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে রিট, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রিভিউ, উচ্চ আদালতের বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে করা রিট, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি এবং জামায়াত নেতা এ টি এম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন। এই মামলাগুলোর মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় প্রধান বাধা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে করা রিট আবেদন শুনানির জন্য আজই হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হবে। এ বিষয়ে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে আমরা একটি রিট আবেদন করেছিলাম। অবকাশের আগে রিটটি আংশিক শুনানি হয়েছিল। এরপর বেঞ্চটি ভেঙে যায়। এ জন্য আমরা রবিবারই (আজ) বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করব। এ ছাড়া তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানির জন্য ৮ মে, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য ২২ এপ্রিল আপিল বিভাগে ধার্য রয়েছে। আর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের চারটি ধারার বৈধতা নিয়ে রিট শুনানির জন্য ২২ এপ্রিল ধার্য রয়েছে হাই কোর্টে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেওয়া রায়ের বিষয়ে দলটির আপিল আবেদনও আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। দলটির আইনজীবীদের আশা, আজ কোর্ট খোলার পর প্রথম সপ্তাহেই শুনানির জন্য কার্যতালিকায় আসবে গুরুত্বপূর্ণ এ মামলাটি।
শিরোনাম
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
এক মাস পর আজ খুলছে সুপ্রিম কোর্ট
শুনানি শুরু হতে পারে গুরুত্বপূর্ণ পাঁচ মামলার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর