ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকা আসছেন। সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহে তিনি ঢাকা সফর করবেন। দুই দেশের কর্মকর্তারা সফরটি সফল করতে চূড়ান্ত প্রস্তুতির কাজ করছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। বাংলাদেশের সরকারপ্রধান এর আগে বেশ কয়েকবার ইতালি সফর করলেও এই প্রথমবারের মতো সে দেশের কোনো প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন। ওই সফরে অভিবাসন, টেক্সটাইল, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। ইতালির প্রধানমন্ত্রীর সফরের আগে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করে বাণিজ্য, টেক্সটাইল, প্রতিরক্ষা, অভিবাসন, বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। তারপর মে মাসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাতিও পিয়ানতেদোসি আসেন ঢাকায়। ওই সফরে নিয়মিত অভিবাসন উৎসাহিত ও অবৈধ পথে অভিবাসন মোকাবিলা করার জন্য মাইগ্রেশন ও মোবিলিটি চুক্তি সই হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময়ে ইতালির প্রধানমন্ত্রীর দ্রুত ঢাকা সফরের বিষয়ে দুই পক্ষ সম্মত হয়।
চলতি বছরের মধ্যে ফ্যামিলি ভিসা নিষ্পত্তি করবে ঢাকার ইতালি দূতাবাস : ফ্যামিলি ভিসায় যারা ইতালি যাবেন, তাদের অগ্রাধিকার দিচ্ছে দূতাবাস। গতকাল ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ভিসা অফিস পরিবার পুনর্মিলন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে নিয়মিত কাজ করছে। বর্তমান ২০২৫ সালের পারিবারিক ফাইলগুলো সম্ভব হলে নির্ধারিত সময়সীমার মধ্যে নিষ্পত্তি করা ভিসা অফিসের অগ্রাধিকার। একই সঙ্গে দূতাবাস ২০২৪ সালের ব্যাকলগ (পিছিয়ে থাকা আবেদন) দূরীকরণের জন্য ধারাবাহিক এবং বিষয়ভিত্তিক অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী কাজ করছে। এর মধ্যে রয়েছে জরুরি কেসগুলোর প্রক্রিয়াকরণ, যেমন শিশুরা বা মানবিক পরিস্থিতির ক্ষেত্রে। কিছু আবেদন বিচারিক সিদ্ধান্ত এবং আইনি বিবেচনার কারণে অগ্রাধিকারভুক্ত হয়ে প্রক্রিয়া করা হচ্ছে।