গল টেস্টের চার দিন শেষ। এখনো দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস বাকি। পঞ্চম ও শেষ দিন আজ। চতুর্থ দিন শেষে টেস্টের যে চিত্র, তাতে বলা যায় ড্রয়ের পথে এগোচ্ছে টেস্ট। অবশ্য মিরাকল কিছু যদি না ঘটে তাহলে শেষ পর্যন্ত ড্রয়েই শেষ হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। গতকাল চতুর্থ দিন শেষে টাইগার অফ স্পিনার নাঈম হাসানের ‘ফাইফার’ ও অধিনায়ক নাজমুল হোসেনের সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৭৭ রান তুলে দিন পার করেছে। ১৮৭ রানে এগিয়ে থেকে হাতে ৭ উইকেট নিয়ে আজ শেষ দিন ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। এ টেস্ট দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র (২০২৫-২০২৭) শুরু হয়েছে বাংলাদেশের। একইভাবে চতুর্থ টেস্ট চক্র শুরু হয়েছে স্বাগতক শ্রীলঙ্কারও। ভারত মহাসাগর লাগোয়া দুর্গনগরী গলে সিরিজের প্রথম টেস্ট চলছে। বৃষ্টি বাধায় পড়েছে শুধু দ্বিতীয় দিন। বাকি তিন দিনই খেলা হয়েছে নির্বিঘ্নে। চার দিনেই ব্যাটারদের দাপট ছিল চোখে পড়ার মতো। তারপরও গতকাল আলো ছড়িয়েছেন নাজমুল বাহিনীর দীর্ঘদেহী অফ স্পিনার নাঈম। ক্যারিয়ারে ১৩ টেস্ট খেলেছেন। ২০১৯ সালে প্রতিবেশী ভারতের কলকাতার ‘নন্দনকানন’ ইডেনে গোলাপি বলের টেস্ট একাদশে ছিলেন নাঈম। কিন্তু মোহাম্মদ শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে আর খেলতে পারেননি। তাই বোলিংও করা হয়নি। গতকাল দেশের বাইরে প্রথম বোলিং করেই বাজিমাত করেন। লঙ্কান ব্যাটারদের একে একে সাজঘরে ফিরিয়ে ৫ উইকেট নেন। যা তার ক্যারিয়ারে চারবার ৫ বা ততোধিক উইকেট। শুষ্ক উইকেটে তার ঘূর্ণি বোলিংয়ে ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে খেলতে নেমে ৪৮৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশ এগিয়ে যায় ১০ রানে। দেশের বাইরে এ নিয়ে অষ্টমবার প্রথম ইনিংসে লিড নিয়েছে টাইগাররা এবং প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে। আগের সাতবারে ৩টি করে টেস্ট জিতেছে ও হেরেছে। ড্র একটি। নাজমুল বাহিনী দিন শেষ করে ৩ উইকেটে ১৭৭ রান তুলে। অধিনায়ক নাজমুল ব্যাট করছেন ৫৬ রানে। প্রথম ইনিংসে খেলেছিলেন ১৪৮ রানের ইনিংস। প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলা মুশফিকুর রহিমও অপরাজিত ২২ রানে। প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ হয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে শূন্যের পর গতকাল আউট হন ৪ রানে। মুমিনুল ১৪ রান করেন। তবে আলোকিত ব্যাটিং করেন বাঁ হাতি ওপেনার সাদমান ইসলাম। মিলিন্দ রত্নায়েকের বলে লেগ বিফোর হওয়ার আগে সাদমান ৭৬ রানের ইনিংস খেলেন ১২১ বলে ৭ চারে।
শিরোনাম
- সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত হতাহতদের পুনর্বাসন: মির্জা ফখরুল
- জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- জুলাই গণঅভ্যুত্থানে তিন শহীদ স্মরণে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি
- সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৭৬১ জন
- নীলফামারীতে চার শহিদের নামে চার গাছ রোপণ
- খুলনায় অতিরিক্ত মদপানে ৫ জনের মৃত্যু
- যুক্তরাষ্ট্রসহ তিন গুরুত্বপূর্ণ মিশনে রদবদল
- মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে
- জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদের নামে বৃক্ষরোপণ
- কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
- সিদ্ধিরগঞ্জে হসপিটালে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
- চট্টগ্রামের ৪৬৪১টি পুকুরের মধ্যে ২৩৯০টিই বেদখল
- গাইবান্ধায় জাসাসের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- জামালপুরে জাসাসের প্রতিবাদী গণসঙ্গীত
- ঝালকাঠির নলছিটিতে নদীভাঙন রোধে মানববন্ধন
- জামায়াতে ইসলামী একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি : গোবিন্দ প্রামাণিক
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন
- মোংলায় যৌথ অভিযানে মাদকসহ চারজন আটক
- সন্ত্রাসীদের গ্রেপ্তারে ও বিচারে সহযোগিতা করুন : মাহফুজ আলম
- নেত্রকোনায় জুলাই আন্দোলনের গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর