ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা একটি চ্যালেঞ্জ। যে কোনো সময়ই চ্যালেঞ্জ। বর্তমানের চ্যালেঞ্জটা আমরা সবাই জানি। বর্তমানে আমরা বুঝতে পারি, দেয়ার উড বি এফুর্টস টু ফয়েল দ্য ইলেকশন।’
গতকাল ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল (ডিআই), ইউকেএইড এর অর্থায়নে বি-স্পেস প্রকল্পের আওতায় প্রস্তাবিত ‘ইলেকশন ক্যাম্পেইন ফান্ডিং (উইমেন ক্যান্ডিডেট) অর্ডিনেন্স’ বিষয়ে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, চলতি বছরের হালনাগাদে পুরুষের চেয়ে নারী ভোটার বাড়লেও নারীদের মাঝে এখনো অনীহা রয়ে গেছে, যা দূর করতে নারী সংগঠনগুলোর সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। ভোটারযোগ্য হলেও অনেকে ভোটার হতে চান না। আবার অনেকে ছবিও তুলতে চান না। পাসপোর্ট পেতে ছবি তুলতে পারলে এনআইডি ও ভোটার তালিকার জন্য কেন ছবি তুলতে পারবে না- এ বিষয়ে সচেতন করতে হবে। অনুষ্ঠানে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক মো. আবদুল আলীম খসড়া অর্ডিন্যান্স উপস্থাপনা এবং এর প্রত্যাশিত প্রভাব নিয়ে আলোচনা করেন। সমাজকল্যাণ এবং নারী ও শিশু উপদেষ্টা শারমীন মুর্শিদ প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে খসড়া অর্ডিন্যান্সকে স্বাগত জানিয়ে বলেন, এই সংলাপ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা নারীর ক্ষমতায়ন ও জাতীয় নেতৃত্বকে শক্তিশালী করার সংস্কারে সব রাজনৈতিক দলের একসঙ্গে এগিয়ে আসার অঙ্গীকারের বহিঃপ্রকাশ।