জাতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরের সক্রিয় ভূমিকা সময়ের দাবি।’ কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে গতকাল সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, ‘দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে শক্তিশালী করতে হবে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহারের জ্ঞান এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে টেকসই কৃষি নিশ্চিত করা সম্ভব। জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। তাই কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতার উন্নয়ন ও আর্থিক পৃষ্ঠপোষকতাকে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে দেশের ব্যাংকিং সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মশালার আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।