শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

চুলের আগা ফেটে নিচের দিক লাল আর পাতলা হয়ে গেছে। একই সঙ্গে চুল ড্রাই আর ড্যামেজড হয়ে ফেটে একসঙ্গে লেগে থাকে। এমনকি আমার স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি হওয়া সত্ত্বেও আগা ফাটা থামছে না। এখন করণীয় কী?

ঈষাণা কবির, জয়পুরহাট।

 

সমাধান

কসমেটিকস যতই ব্র্যান্ডেড হোক, চুল একবার ফেটে গেলে সেটা জোড়া লাগে না। তাই ফাটা চুলের আগা কেটে নিন। এবার একটা ডিমের কুসুম (হলুদ অংশ), দুই টেবিল চামচ অলিভ অয়েল আর এক টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগান। ১-২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। চুল অতিরিক্ত ড্রাই হলে মাথায় মেহেদি দেবেন না। মেহেদি চুল আরও বেশি ড্রাই করে ফেলে। ২ টেবিল চামচ টক দই, এক টেবিল চামচ নারিকেল তেল, এক চা চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে চুলে ব্যবহার করতে পারেন। আগা ফাটা রোধ করাসহ চুল সিল্কিও করবে।

 

পরামর্শদাতা-

মনিরা রহমান

বিশিষ্ট রূপ বিশেষজ্ঞ

মিমোসা অর্গানিক স্যালন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর