হঠাৎ আবহাওয়ার পরিবর্তন। জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। আবহাওয়ার পরিবর্তনের ফলে হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বৃদ্ধই বেশি আক্রান্ত হচ্ছে। ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে শিশুদের জন্য ৫০টি শয্যা রয়েছে। তবে সেখানে দুইশ’রও অধিক রোগী ভর্তি রয়েছে। অর্থাৎ ধারণ ক্ষমতার চারগুণ রোগী বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১২৮ শিশু। এ অবস্থায় শিশুদের যথাযথ চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। যদিও চিকিৎসকরা বলছেন, তারা সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে শিশু রোগীদের। এর অধিকাংশই জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, শাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। ডিউটিরত নার্সরা বলেন, সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। শুধু গত ২৪ ঘণ্টায়ই শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে ১২৮ শিশু। তারা বলেন, ওয়ার্ডে শয্যার চেয়ে অধিক রোগী থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। রোগীদেরও কষ্ট হচ্ছে। বেড না পেয়ে অনেককেই মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। নাছিমা আক্তার নামে এক শিশুর মা জানান, ‘আমার বাচ্চাকে নিয়ে রবিবার হবিগঞ্জ শহরে ডাক্তার দেখাতে আসি। এর জ্বর বেশি থাকায় বাধ্য হয়ে তাকে সদর হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর বেড খালি না পেয়ে মেঝেতে রেখেই তাকে চিকিৎসা করাতে হচ্ছে। আয়েশা আক্তার নামে আরেক নারী জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। আসমা আক্তার নামে অপর এক নারী জানান, সময়মতো ডাক্তার, নার্সদের পাওয়া যাচ্ছে না। তাদের কাছে আমাদের বারবার যেতে হচ্ছে। পড়তে হচ্ছে ভোগান্তিতে।’ এ বিষয়ে জানতে চাইলে জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার বলেন, একদিকে আবহাওয়ার পরিবর্তন অন্যদিকে দুই দিন বেসরকারি হাসপাতালে ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ। তাই সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। তবে আমরা সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। তিনি বলেন, এখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। তাই এ সময়টাতে শিশুদের আলাদা যত্ন নিতে হবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে