হঠাৎ আবহাওয়ার পরিবর্তন। জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। আবহাওয়ার পরিবর্তনের ফলে হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বৃদ্ধই বেশি আক্রান্ত হচ্ছে। ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে শিশুদের জন্য ৫০টি শয্যা রয়েছে। তবে সেখানে দুইশ’রও অধিক রোগী ভর্তি রয়েছে। অর্থাৎ ধারণ ক্ষমতার চারগুণ রোগী বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১২৮ শিশু। এ অবস্থায় শিশুদের যথাযথ চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। যদিও চিকিৎসকরা বলছেন, তারা সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে শিশু রোগীদের। এর অধিকাংশই জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, শাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। ডিউটিরত নার্সরা বলেন, সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। শুধু গত ২৪ ঘণ্টায়ই শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে ১২৮ শিশু। তারা বলেন, ওয়ার্ডে শয্যার চেয়ে অধিক রোগী থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। রোগীদেরও কষ্ট হচ্ছে। বেড না পেয়ে অনেককেই মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। নাছিমা আক্তার নামে এক শিশুর মা জানান, ‘আমার বাচ্চাকে নিয়ে রবিবার হবিগঞ্জ শহরে ডাক্তার দেখাতে আসি। এর জ্বর বেশি থাকায় বাধ্য হয়ে তাকে সদর হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পর বেড খালি না পেয়ে মেঝেতে রেখেই তাকে চিকিৎসা করাতে হচ্ছে। আয়েশা আক্তার নামে আরেক নারী জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। আসমা আক্তার নামে অপর এক নারী জানান, সময়মতো ডাক্তার, নার্সদের পাওয়া যাচ্ছে না। তাদের কাছে আমাদের বারবার যেতে হচ্ছে। পড়তে হচ্ছে ভোগান্তিতে।’ এ বিষয়ে জানতে চাইলে জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার বলেন, একদিকে আবহাওয়ার পরিবর্তন অন্যদিকে দুই দিন বেসরকারি হাসপাতালে ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ। তাই সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। তবে আমরা সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। তিনি বলেন, এখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। তাই এ সময়টাতে শিশুদের আলাদা যত্ন নিতে হবে।
শিরোনাম
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
হবিগঞ্জে বাড়ছে ঠান্ডাজনিত রোগ
সদর হাসপাতালে ধারণ ক্ষমতার চারগুণ শিশু রোগী
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
অনলাইন ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর