শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জেনে রাখা ভালো

জেনে রাখা ভালো

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৩০, কিন্তু এ বয়সেই আমার মুখে বয়সের চিহ্ন এবং অনেক বলিরেখা হয়েছে।

-জামান, ধোলাইখাল, ঢাকা।

উত্তর: নিশ্চয়ই চিকিৎসা সম্ভব।  ‘মেমোথেরাপি’  মুখের লাবণ্য পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম।

প্রশ্ন : আমি অবিবাহিত, বয়স ২৩, ইতিমধ্যে মুখে অনেক তিলা হয়েছে। এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গেছে। এখন আমি কী করি।

-কনা, মুন্সীগঞ্জ সদর।

উ : তিলা হওয়ার অনেক কারণ আছে, কারণগুলো শনাক্ত করতে পারলেই বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে তিলা নির্মূল করা সম্ভব। আপনি একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪১। এক সন্তানের বাবা। দাম্পত্য জীবনে সমস্যা। কি করণীয়?

্-রাজিব, পান্থপথ, ঢাকা।

উত্তর: তথ্য জেনে আপনার দেহের হরমোন এনালাইসিস করে পার্শ্বক্রিয়া ছাড়াই নির্মূল সম্ভব।

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ৩১। আমার মাথায় টাক। এ অবস্থায় সমাধান কি?

-আসগর, গাইবান্ধা, রংপুর।

উত্তর: পিআরপি থেরাপি এক সেশন চিকিৎসায় পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই টাক মাথায় চুল গজানো সম্ভব। এটি সবার জন্যই প্রযোজ্য।

উত্তরদাতা : ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের,

ত্বক ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ, শমরিতা হাসপাতাল, পান্থপথ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর