বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ডিপিএস সেবা দিতে ট্যাপ ও এমটিবির যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপের মাধ্যমে খোলা যাবে ডিপিএস। সময় লাগবে কয়েক মিনিট। সহজে, বিভিন্ন মেয়াদে সাধারণ ও ইসলামী শরিয়াহভিত্তিক সঞ্চয়ের সুযোগ করে দিচ্ছে ছাপ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যৌথ উদ্যোগ। গতকাল রাজধানীর গুলশানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান নাজমুল হাসান, কমার্শিয়ালের ভাইস প্রেসিডেন্ট শাহজালাল উদ্দিন, কনসালটেন্ট, টেকনোলজি, মজিবুর রহমান, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মিডিয়া রিলেশন্স আশিকুর রহমান হাবিবি রাব্বি, হেড অব প্রডাক্ট নজরুল ইসলাম জামান, সিনিয়র ম্যানেজার প্রডাক্ট ম্যানেজমেন্ট তকি মেজবাহ উদ্দিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদ মাহাবুবুর রহমান প্রমুখ।  এ সেবার ফলে ট্যাপ গ্রাহকদের ডিপিএস অ্যাকাউন্ট খোলা ও মাসিক কিস্তি দেওয়ার জন্য যেতে হবে না ব্যাংকে বা ধরতে হবে না কোনো লাইন।

সর্বশেষ খবর