মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ভ্রাম্যমাণ হোটেলেও মিলবে ৫জি নেটওয়ার্ক

ইনফোটেক ডেস্ক

ভ্রাম্যমাণ হোটেলেও মিলবে ৫জি নেটওয়ার্ক

প্রযুক্তিপ্রেমী ভ্রমণকারীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত বিলাসবহুল ভ্রাম্যমাণ হোটেল নির্মাণ করল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। অস্ট্রেলিয়াতে চালু হওয়া বিশ্বের সর্বপ্রথম এ ৫জি প্রযুক্তিনির্ভর ভ্রাম্যমাণ স্মার্ট হোটেলটি মূলত একটি অব্যবহৃত শিপিং কন্টেইনারকে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতের হোটেলের আদলে গড়ে তোলা হয়েছে। ৫জি নেটওয়ার্ক আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে ভ্রমণে আবাসন সুবিধার ক্ষেত্রে কী কী পরিবর্তন আনতে যাচ্ছে তারই একটি স্বরূপ তুলে ধরার লক্ষ্যে বিশ্বের সর্বপ্রথম ভ্রাম্যমাণ ৫জি স্মার্টহোটেল নির্মাণ করল অপো। এছাড়াও এতে থাকছে ৫জি নেটওয়ার্ক এবং সর্বাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। ভ্রাম্যমাণ এ হোটেলটি আগামী বেশ কয়েক মাস ঘুরে বেড়াবে অস্ট্রেলিয়ার নানা প্রদেশে। কী থাকছে হোটেলটিতে, এক নজরে দেখা নেওয়া যাক : হোটেলে আগত অতিথিদের একটি আয়নার কাছে যে ধরনের চাহিদা থাকতে পারে, তার সবই রয়েছে এ হোটেলের স্মার্ট আয়নাতে। শুধু একটি স্মার্ট ডিভাইস এ আয়নায় সংযুক্ত করে নিলেই তাতে আধুনিক সব সংবাদ, স্টক মার্কেটের সব খবরা খবর, সিনেমা দেখা ছাড়াও আয়না থেকেই পাওয়া যাবে সেলফি তোলার জন্য সহায়ক আলো। এছাড়া এ ভ্রাম্যমাণ হোটেলটিতে থাকছে বিশেষ ৫জি গেমিং স্যুট। এর মাধ্যমে উচ্চসক্ষমতার গেমিং কম্পিউটারের সব সুবিধাই পাওয়া যাবে হাতের মুঠোয়।

সর্বশেষ খবর