প্রতিরক্ষাখাতে ব্যয় বাড়াবে অস্ট্রেলিয়া। দেশটির সামরিক বাহিনীর ২০১৬ সালের প্রতিরক্ষা শ্বেতপত্র খসড়ায় এ তথ্য জানানো হয়েছে। আগামী দশ বছরে অস্ট্রেলিয়া সামরিক খাতের ব্যয় বাড়িয়ে ২৯ দশমিক ৯ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (৭৮.১১ টাকায় ডলার হিসাবে ১ লাখ ৬৭ হাজার ১৪৫ কোটি ৬৬ লাখ টাকা) করবে।
বর্ধিত এ বরাদ্দের অনেকটাই ব্যয় করা হবে সাবমেরিনের পেছনে। এছাড়া নৌজাহাজ, ফাইটার জেট ও সেনাদের পেছনেও ব্যয় বাড়ানো হবে। ২০২১ সাল নাগাদ অস্ট্রেলিয়ার জাতীয় আয়ের ২ শতাংশ ব্যয় করা হবে সামরিক খাতে।
বিডি-প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা