বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার টুইট করে মোদি জানান, ‘বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের দীর্ঘকালীন সম্পর্ককে বজায় রেখেছি এবং আমি নিশ্চিত আমাদের এই সম্পর্ক আগামীদিনে আরও বৃদ্ধি পাবে’।
এর আগে গতকাল বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি জানান, গত কয়েক বছরে ভারত-বাংলাদেশে দ্বিপাক্ষিক সম্পর্ক ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক নতুন উচ্চতায় বিরাজ করবে বলেও আশাপ্রকাশ করেন ভারতীয় রাষ্টপতি।
বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৬/ রশিদা