মার্কিন নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে ঘুষ গ্রহণ এবং গোপন সামরিক তথ্য পাচার করার দায়ে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ঘুষ হিসেবে তাকে বিলাসবহুল হোটেলে থাকতে দেয়া এবং পতিতা দেয়া হয়েছে। এশিয়ার এক প্রতিরক্ষা ঠিকাদারকে মার্কিন নৌবাহিনীর গোপন তথ্য যুগিয়েছেন তিনি।
এ ঘটনাকে মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘুষ কেলেঙ্গকারি হিসেবে মনে করা হচ্ছে। এর আগ মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের ক্যাপ্টেন ড্যানিয়েল ডাস্ক'র মতো উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা ঘুষের মামলায় জড়িত হননি।
জাহাজ এবং ডুবোজাহাজের ভ্রমণসূচি গ্লিন ডিফেন্স মেরিন এশিয়া বা জিডিএমএ’র কাছে পাচারের দায়ে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ ডলার জরিমানাও করা হয়েছে তাকে। ৪৯ বছর বয়সি ডাস্ক আদালতে দেয়া বিবৃতিতে অপরাধের কথা স্বীকার করেছেন।
এ ছাড়া, এ মামলায় অন্য আরো নয় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৬/শরীফ