ভারতের রাজস্থানে যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন।
শনিবার দিবাগত রাতে রাজ্যের জেদপুরে এ সংর্ঘের ঘটনা বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর আহতদের দ্রুত পেলোদি ও পোখরান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে জেদপুরের মাথুরা ড্যাশ মাথার হাসপাতালে রিফার্ড করা হয়েছে।
আশোক নামের আহত এক যাত্রী বলেন, আমরা সবাই জৈন সম্প্রদায়ের মানুষ। ৬০ জনের মতো একটি দল পলোদি থেকে জাইসালমার যাওয়ার পথে এই সংর্ঘের ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৬/মাহবুব