সিরিয়ার ঐতিহাসিক প্রাচীন নগরী পালমিরা আইএসের হাত থেকে মুক্ত হওয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জিহাদি গোষ্ঠী আইএসবিরোধী কয়েক সপ্তাহের অভিযানের মধ্য দিয়ে মুক্ত হয়েছে পালমিরা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ বলেন, 'প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ফোনালাপের সময় রুশ প্রেসিডেন্ট পুতিন সিরীয় সেনাবাহিনীর হাতে পালমিরা সন্ত্রাসীমুক্ত হওয়ায় অভিনন্দন জানান। বিশ্ব সংস্কৃতির জন্য এ ঐতিহাসিক নগরী সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।'
প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, সন্ত্রাসীবিরোধী লড়াইয়ে সিরিয়াকে সমর্থন এবং সহায়তা অব্যাহত রাখবে রাশিয়া। তিনি বলেন, সিরিয়া থেকে রুশ সেনা আংশিক প্রত্যাহার সত্ত্বেও উগ্রবাদীগোষ্ঠী নির্মূলে দামেস্ককে সহায়তা করবে মস্কো।
রুশ মহাকাশ এবং বিমান বাহিনীর সমর্থনের প্রশংসা করে প্রেসিডেন্ট আসাদ এ সময় বলেন, মস্কোর সহায়তা ছাড়া পালমিরার মতো সফলতা অর্জন সম্ভব হতো না। ক্রেমলিনের মুখপাত্র পেশকোভ আরও জানান, পালমিরার ভাগ্য নিয়ে ইউনেস্কো প্রধান ইরিনা বোকোভার সঙ্গেও পৃথক ফোনালাপ করেন পুতিন।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/শরীফ