পাকিস্তানের লাহোরের গুলশান-ই ইকবাল পার্কে গতকালের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় দুইশ' পঞ্চাশ জন। তেহরিক ই তালিবান পাকিস্তান জামাতুল আহরার এ হামলার দায় স্বীকার করেছে। খবর ডনের
লাহোরের অাল্লাম ইকবাল টাউনের ওই পার্কে গতকাল সন্ধ্যায় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/শরীফ