আলজেরিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় অারো ২ জন মারাত্মক আহত হয়েছেন। সাহারার তামানখাসেত অঞ্চলে গতকাল এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়। হেলিকপ্টারটি একটি মিশনে অংশ নিয়েছিল তবে তা কী ধরনের মিশন ছিল তা জানানো হয়নি। খবর পিটিআই'র
দৃশ্যত কারিগরি ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়। ঘটনার তদন্তের জন্য দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান নির্দেশ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/শরীফ