আফগানিস্তানের পার্লামেন্ট ভবনে আজ সোমবার রকেট হামলা করেছে তালেবান জঙ্গিরা। পার্লামেন্টে দেশটির গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তা ও মন্ত্রীর আলোচনা চলাকালে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দেশটির সংসদ সদস্যরা জানিয়েছে, রাজধানী কাবুলের এই হামলায় কেউ হতাহত হয়নি।
বাদাখশান প্রদেশের একজন রাজনীতিবিদ সাইফুল্লাহ মুসলিম আলজাজিরাকে জানিয়েছে, ‘পার্লামেন্টের ভবনের দিকে ৩টি রকেট ছুঁড়ে মারা হয়, কিন্তু সেগুলো মূল ভবনে আঘাত হানতে পারেনি। সংসদ অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটেছে।’
এদিকে তালেবানদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছেন। তবে তার ভাষ্যমতে, এই হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন