যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে বন্দুকধারীর গুলিতে এক নারী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বন্দুকধারীকে আটক করা হয়েছে।
সোমবার স্থানীয় সময় বিকেলে ক্যাপিটাল হিলের ভিজিটর সেন্টার কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
গুলির ঘটনার পরপরই ক্যাপিটাল হিল ও প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে কারও প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা (লকডাউন) আরোপ করা হয়। তবে, বন্দুকধারীকে আটকের এক ঘণ্টা পর উভয় স্থান থেকেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
বিভিন্ন সংবাদমাধ্যম বন্দুকধারীর গুলিতে একজন নিরাপত্তাকর্মীর আহত হওয়ার খবর দিলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন বলছে, গুলির শ্রাপনেলের (স্প্রিন্টার) আঘাতে আহত হয়েছেন বেসামরিক এক নারী। এছাড়া, বন্দুকধারীও নিরাপত্তা বাহিনীর গুলিতে বিদ্ধ হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন