মিশরের একটি বিমান ছিনতাই হয়েছে বলে মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে। আলেকজান্দ্রিয়া থেকে উড্ডয়নের পরপরই বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয়। পরে এটি সাইপ্রাসের লারনাসা বিমানবন্দরে অবতরণ করেছে।
সাইপ্রাসের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিমানটিতে ৮২ জন যাত্রী রয়েছেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় বিমানটির নিয়ন্ত্রণ নেয় ছিনতাইকারীরা। মিশরের আকাশে ২০ মিনিট ঘোরাঘুরির পর সাইপ্রাসে অবতরণ করে বিমানটি।
বিমানটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা রয়েছে বলে দাবি করেছে ছিনতাইকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত চারজন বিদেশি যাত্রীকে জিম্মি করে বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন/ রশিদা