সম্প্রতি ভারতের রুরাল মার্কেটিং এসোসিয়েশন (আরএমএআই) আয়োজিত ৭ম পর্বের 'ফ্লেম অ্যাওয়ার্ড এশিয়া' এবং 'ফ্লেম লিডারশিপ অ্যাওয়ার্ড' - ২০১৬ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ থেকে মার্কেট একসেস প্রোভাইডার্স লিমিটেড স্বর্ণপদক অর্জন করে। ১১ মার্চ নতুন দিল্লির তাজ হোটেলে এক সান্ধ্য উত্সবের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
আরএমএআই ভারতের স্বনাধন্য এজেন্সি এবং কর্পোরেট এর সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান যা বিগত বেশ কয়েক বছর ধরে মার্কেটিং ও রুরাল কমিউনিকেশনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি ও সম্মাননা দিয়ে আসছে।
এই বছরের শুরুতে ভারত এবং এশিয়ার অন্যান্য দেশসমূহকে ফ্লেম অ্যাওয়ার্ড এশিয়া-২০১৬ তে আমন্ত্রন জানানো হয়। যাতে প্রতিটি অ্যাওয়ার্ড চার স্তরের মাপকাঠিতে বিচার করা হয়। বিচার প্রক্রিয়ায় ১ জনুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ এর মধ্যকার সকল প্রচারণা এবং প্রথম পদক্ষেপ বা প্রথম আত্মপ্রকাশ করেছে এমন সকল বিষয় বিবেচনায় আনা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি, করপোরেট, জিওআই এবং সংশ্লিষ্ট নেতৃস্থানীয় রুরাল মার্কেটিং সংস্থা সমূহ।
বিভিন্ন ক্যাটাগরিতে ভ্রিট্টি স্যলুয়েশন, পিএসডি মিডিয়া, জে ওয়ালটার থমসন, ইম্পেক্ট কমিউনিকেশনস এবং বাংলাদেশ থেকে মার্কেট একসেস প্রোভাইডার্স লিমিটেড স্বর্ণপদক অর্জন করে।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ ২০১৬/আরএম/এস আহমেদ