সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশ তাকফিরি সন্ত্রাসীদের পাশাপাশি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নেতৃত্বাধীন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। রাশিয়ার আরআইএ সংবাদ সংস্থা দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
প্রেসিডেন্ট আসাদ বলেন, 'বর্তমানে এরদোগান এবং সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, সিরিয়ায় লড়াইয়ে জড়িত তুর্কি সেনাবাহিনী তুরস্কের নয়, এটি এরদোগানের বাহিনী।'
আসাদ আরো বলেন, সন্ত্রাসীদের তুরস্কে ঢুকে ট্যাংক নিয়ে এসে হামলার অনুমতি দিচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট। দায়েশের চুরি করা জ্বালানি তেলের বাণিজ্য তুরস্ক করছে উল্লেখ করে তিনি আরো বলেন, সিরিয় বাহিনী যখনই সন্ত্রাসীদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তখনই সন্ত্রাসীদের সহায়তা করার জন্য কামান হামলা করছে তুর্কি বাহিনী।
সিরিয়া নিয়ে এরদোগানের ষড়যন্ত্র বানচালের অঙ্গীকার ব্যক্ত করে আসাদ বলেন, লড়াইয়ে জড়িত সন্ত্রাসীদের পরাজিত করে তুর্কি আগ্রাসনের জবাব দেয়া হবে। অবশ্য তিনি বলেন, তুরস্কের মানুষ সিরিয়া বিরোধী নয়, সিরিয়ার প্রতি তারা বৈরীও নয়। তিনি বলেন, সিরিয়ায় হস্তক্ষেপের নীতি বাদ দিলেই কেবল দামেস্ক-আঙ্কারা সম্পর্ক ভালো হবে।
এ সময়ে সৌদি আরব নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট আসাদ। তিনি বলেন, সিরিয় যুদ্ধের সূচনা থেকেই সম্ভাব্য সব রেডলাইন অতিক্রম করেছে সৌদি আরব এবং তুরস্ক।
বিডি-প্রতিদিন/১ এপ্রিল ২০১৬/শরীফ