তুরস্কে ডারতুরস্কের দিয়ারবাকির শহরে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। তুর্কী কর্তৃপক্ষের বরাত দিয়ে এখবর জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ারবাকির প্রদেশের বাগলার জেলার বাস টার্মিনালের কাছে এই হামলা চালানো হয়। এতে ৭ পুলিশ নিহত এবং ২৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল জাজিরা আরও জানায়, একটি পুলিশের গাড়ি ওই এলাকা অতিক্রম করার সময় পার্ক করে রাখা একটি গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৬/মাহবুব