২০০২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী হাঙ্গেরিয়ান লেখক ইমরে কারতেজ মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দেশটির বুদাপেস্টে নিজ বাড়িতে তিনি মারা যান। খবর বিবিসির।
বই প্রকাশক সংস্থা মাগভেতো কিয়াদো জানিয়েছে, কারতেজ ৮৬ বছর বয়সে বৃহস্পতিবার ভোরে বুদাপেস্টে নিজের বাড়িতে দিনের প্রথমভাগেই মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।
১৯২৯ সালে বুদাপেস্টে জন্মগ্রহণকারী কারতেজের প্রথম উপন্যাস ‘ফেটলেস’। এতে বর্ণিতে হয়েছে পোল্যান্ডের জার্মানির নাৎসি বাহিনীর বন্দিশিবির আউশভিতজের কাহিনী। ওই শিবিরটিতে ১০ লাখেরও বেশি ইহুদি এবং অন্যান্যদের হত্যা করা হয়। উপন্যাসটি প্রকাশিত হওয়ার পরই তিনি সবার নজরে আসেন।
১৯৬০ থেকে ১৯৭৩ সাল-এই কালপর্বে ‘ফেটলেস’ লেখা হয়। বন্দি শিবিরে একজন বালকের টিকে থাকার সংগ্রামের কাহিনী তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে উপন্যাসটিতে তুলে ধরা হয়েছে।
কারতেজের উল্লেখযোগ্য অন্য উপন্যাসগুলো হচ্ছে ১৯৮৮ সালে প্রকাশিত হওয়া ‘ফিয়াসকো’, ১৯৯০ সালে প্রকাশিত ‘কাদিশ ফর অ্যান আনবর্ন চাইল্ড’।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৬/মাহবুব