পারমাণবিক আক্রমণে সন্ত্রাসীদের সফলতা পৃথিবীর চিত্র বদলে দিতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসি।
ওয়াশিংটনে পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, পারমাণবিক সন্ত্রাসীদের ঠেকাতে বিশ্ব একটি শক্ত পদক্ষেপ নিয়েছে। কিন্তু আইএসের পারমাণবিক অস্ত্র অর্জন সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে।
বারাক ওবামা বলেন, ‘সম্মিলিতভাবে আমরা বিশ্ব থেকে পৃথিবীর অন্যতম ভয়াবহ পারমাণবিক অস্ত্রকে শেষ করেছি।’
এই অর্জনের মধ্যেও ভারতীয় উপমহাদেশ ও কোরীয় অঞ্চলের বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখার কথা বলেন ওবামা।
আইএস প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গোষ্ঠীর কাছে যদি পারমাণবিক অস্ত্র পৌঁছে যায় তবে কোনো সন্দেহ নেই, এই উন্মাদ দলটি যতটা করলে বেশি মানুষ হত্যা করা যায় ততটাই এর ব্যবহার করবে।’
৫০টির বেশি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করে। সম্মেলনে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়।
সম্মেলনে পারমাণবিক অস্ত্রের অন্যতম অধিকারী দুই দেশ রাশিয়া ও পাকিস্তান অংশগ্রহণ করেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে অংশগ্রহণে অস্বীকৃতি জানান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ লাহোরে বোমা হামলার প্রেক্ষিতে অংশ নেননি।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ