সিরিয়ার পালমিরায় একটি গণকবরে ৪০ জন মানুষের মরদেহ খুঁজে পেয়েছে দেশটির সেনাবাহিনী। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে শহরটি পুনরুদ্ধারের পর এসব মৃতদেহ করা হলো। খবর বিসিসির।
শনিবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রাচীন শহরটির একটি এলাকায় অভিযানে চালিয়ে এ গণকবরের সন্ধান পাওয়া যায়। কবরটি থেকে নারী-পুরুষের পাশাপাশি শিশুদেরও মরদেহ উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী দাবি,, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই লোকদের হত্যা করার পর পালমিরার ওই কবরটিতে পুঁতে রেখেছে।
অঞ্চল দখল নিয়ে সিরিয়ার সেনাবাহিনী, বিদ্রোহী ও আইএসের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছে পালমিরায়। তবে, সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, তারা আইএস ও বিদ্রোহীদের হটিয়ে পালমিরার সিংহভাগ দখলে নিয়েছে।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৬/মাহবুব