তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারদিন প্রদেশে বোমা হামলার ঘটনায় ৫ সেনা এবং এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। খবর বিবিসির।
তুর্কির দোগান সংবাদ সংস্থার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কুর্দিশ বিদ্রোহী গ্রুপ পিকেকে ওই হামলা চালিয়েছে।
নিহত সেনারা শহরে পিকেকের বিরুদ্ধে একটি সেনা অভিযানে অংশ নিচ্ছিলেন। ওই শহরটিতে মার্চের মাঝামাঝি থেকেই কারফিউ চলছে।
হামলাটি এমন এক সময় হয়েছে যার দু'দিন আগে দক্ষিণ-পূর্বাঞ্চলের দিয়ারবাকির শহরে একটি পুলিশ বাসে বোমা হামলায় ৭ পুলিশ অফিসার নিহত এবং আরও ২৭ জন আহত হয়।
শনিবার তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দিয়ারবাকির হামলার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৬/মাহবুব